Friday, December 12, 2025
Latestআন্তর্জাতিক

Australia BANS Social Media for kids: ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করলো অস্ট্রেলিয়া

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অস্ট্রেলিয়ায় বুধবার থেকে কার্যকর হলো শিশু–কিশোর সুরক্ষায় অভূতপূর্ব কঠোর সামাজিক যোগাযোগমাধ্যম আইন। নতুন এই বিধান অনুযায়ী ১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীদের ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স, স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউবসহ জনপ্রিয় সব সোশ্যাল মিডিয়া ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ফলে দেশজুড়ে লাখো কিশোর-কিশোরীর অ্যাকাউন্ট ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে।

কেন এই সিদ্ধান্ত?

অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে, অনলাইনে শিশুদের ওপর সহিংসতা, সাইবার বুলিং, পর্নোগ্রাফি, ভুল তথ্য ও আসক্তির মতো ঝুঁকি ক্রমেই বাড়ছিল। বিশেষ করে কনটেন্ট সাজেশনকারী অ্যালগরিদম শিশুদের বিপজ্জনক কনটেন্টে বেশি এক্সপোজ করছিল। যা তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত করতে পারে। এই প্রেক্ষিতে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে নেয়া হলো কঠোরতম পদক্ষেপ।

প্ল্যাটফর্মের ওপর কড়াকড়ি

নতুন আইনে ব্যবহারকারীর বয়স ‘অন্তত ১৬ বছর’ এটা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর ওপর। বয়স যাচাইয়ে ব্যর্থ হলে বা ন্যূনতম দায়িত্ব পালন না করলে প্ল্যাটফর্মগুলোকে সর্বোচ্চ ৪ কোটি ৪৯ লাখ অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৩৩ মিলিয়ন মার্কিন ডলার) জরিমানা গুনতে হবে।

তবে আইন লঙ্ঘন করলে শিশু–কিশোরদের বিরুদ্ধে কোনো ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এটা প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ স্পষ্ট করেছেন।

সমর্থকদের যুক্তি

আইন সমর্থকদের দাবি, শিশুদের সোশ্যাল মিডিয়ার আসক্তিকর অ্যালগরিদম থেকে রক্ষা করবে। সহিংসতা, পর্নোগ্রাফি ও ভুল তথ্যের এক্সপোজার কমাবে। সাইবার হেনস্তা ও অনলাইন শোষণ হ্রাস করবে। শিশুদের ঘুমের মান উন্নত হবে। বাইরে খেলাধুলা ও সামাজিক মেলামেশা বাড়বে। সামগ্রিকভাবে মানসিক ও শারীরিক স্বাস্থ্য ভালো থাকবে।

বিশ্বব্যাপী বাড়তে থাকা অনলাইন নিরাপত্তা আলোচনার মাঝে অস্ট্রেলিয়ার এই উদ্যোগকে অনেকে ‘গ্লোবাল মডেল’ হিসেবে দেখছেন। ভবিষ্যতে অন্যান্য দেশও একই পথে হাঁটতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা।