Friday, December 12, 2025
Latestদেশ

ভারতে ৩৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে অ্যামাজন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গুগল ও মাইক্রোসফটের পর এবার জেফ বেজোসের অ্যামাজন। সংস্থার তরফে জানানো হয়েছে, ভারতে তারা ৩৫ বিলিয়ন মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৩.১৪ লাখ কোটি টাকা) বিনিয়োগ করবে। এর ফলে ১০ লাখ মানুষের কর্মসংস্থান হবে। 

এআই ও ডিজিটাইজেশনে গতি দিতেই অ্যামাজনের বিপুল বিনিয়োগ

সম্প্রতি অনুষ্ঠিত Amazon Sambhab Summit–এ সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমিত আগরওয়াল জানান, ২০১০ সাল পর্যন্ত ভারতীয় বাজারে অ্যামাজনের মোট বিনিয়োগ ছিল ৪০ বিলিয়ন ডলার। এর সঙ্গে আরও ৩৫ বিলিয়ন ডলার যোগ হলে ভারতের এআই-নির্ভর ডিজিটাইজেশন, এক্সপোর্ট গ্রোথ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে ‘বড়সড় উত্থান’ হবে বলেই আশাবাদী সংস্থা।

আগরওয়ালের বক্তব্য অনুযায়ী, সংস্থার বিভিন্ন বিজনেস সেক্টরে মিলিয়েই এই বিনিয়োগ সম্পন্ন হবে। এর বড় অংশ ব্যয় হবে তেলাঙ্গানা ও মহারাষ্ট্রে লোকাল ক্লাউড সেন্টার, এআই অবকাঠামো ও আধুনিক ডেটা সেন্টার গঠনে।

ইনফ্রাস্ট্রাকচারের নতুন দিগন্ত

অ্যামাজনের বিনিয়োগ শুধু ডিজিটাল অবকাঠামোতেই সীমাবদ্ধ নয়। সংস্থা জানিয়েছে, তারা ভারতের বিভিন্ন রাজ্যে তৈরি করবে—

Amazon Fulfilment Centre,

উন্নত ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক,

অত্যাধুনিক ডেটা সেন্টার,

ডিজিটাল পেমেন্ট পরিকাঠামো,

এবং প্রযুক্তিগত উন্নয়নের আরও একাধিক প্রকল্প।

অ্যামাজনের দাবি, এফডিআই–র ক্ষেত্রে ভারত তাদের সবচেয়ে বড় গন্তব্য হতে চলেছে, এবং ২০৩০ সালের মধ্যেই সম্পূর্ণ বিনিয়োগ প্রক্রিয়া শেষ হবে।

মাইক্রোসফটের নজিরবিহীন প্রতিশ্রুতির পর অ্যামাজনের বড় ঘোষণা

এই সপ্তাহেই ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেন মাইক্রোসফট CEO সত্য নাদেলা। সেখানে তিনি আগামী চার বছরে ১৭.৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেন। পরে এক্স–এ (পূর্বতন টুইটার) নাদেলা জানান, ভারতের এআই মিশনকে এগিয়ে নিয়ে যেতে মাইক্রোসফট বিশেষভাবে প্রতিশ্রুতিবদ্ধ।

এর আগেও চলতি বছরের জানুয়ারিতে সংস্থাটি ভারতে ৩ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা করেছিল। ফলে এআই রিসার্চ, ক্লাউড কম্পিউটিং এবং ডিজিটাল স্কিলিং-এর ক্ষেত্রে ভারতের ভূমিকা আরও শক্তিশালী হতে চলেছে।

গুগলের পথ ধরে বিশ্ব টেক জায়ান্টদের লক্ষ্য এখন ভারত

তারও আগে গুগল ঘোষণা করেছিল, অন্ধ্রপ্রদেশের ভাইজাগে এআই রিসার্চ ল্যাব তৈরির জন্য তারা ১৫ মিলিয়ন মার্কিন ডলার ব্যয় করবে। এশিয়ায় এআই গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়নের কেন্দ্র হিসেবে ভারত দ্রুতই পরিণত হচ্ছে বিশ্বের সবচেয়ে সম্ভাবনাময় বাজারে।

গুগল, মাইক্রোসফট এবং অ্যামাজন তিন শীর্ষ টেক জায়ান্টের ধারাবাহিক বিনিয়োগ স্পষ্ট করে দিচ্ছে, ভারতের এআই–নির্ভর অর্থনীতি ও ডিজিটাল ইকোসিস্টেম আগামী দশকে বৈশ্বিক মানচিত্রে নতুন উচ্চতা ছুঁতে চলেছে। কর্মসংস্থান থেকে টেক ইনোভেশন সব ক্ষেত্রেই এই বিনিয়োগ ভারতের ভবিষ্যতের ভিত আরও মজবুত করবে।