Saturday, December 13, 2025
Latestদেশ

বিশ্বের বৃহত্তম রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেমের স্বীকৃতি পেল ভারতের UPI

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইউপিআইকে বিশ্বের বৃহত্তম রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেমের স্বীকৃতি দিল IMF . ডিজিটাল অর্থনীতির নেতৃত্বে ভারত, বৈশ্বিক মানদণ্ডে পরিণত UPI. ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থায় এক নতুন দিগন্ত যোগ হল। আন্তর্জাতিক অর্থভাণ্ডার (IMF) স্বীকৃতি দিয়েছে যে, ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা UPI-ই বর্তমানে বিশ্বের বৃহত্তম রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম। লোকসভায় লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী।

IMF-এর সমীক্ষায় শীর্ষে ভারতীয় UPI

IMF-এর চলতি বছরের জুন মাসের সমীক্ষা জানাচ্ছে, রিয়েল-টাইম লেনদেনে অন্য সব প্ল্যাটফর্মকে পিছনে ফেলে সবার উপরে রয়েছে ভারতের UPI। অর্থাৎ, তাৎক্ষণিক খুচরো লেনদেনে বিশ্বের দ্রুততম ও সর্বাধিক ব্যবহৃত মাধ্যম এখন ভারতের এই প্ল্যাটফর্ম।

ACI Worldwide-এর রিপোর্টও একই ছবি তুলে ধরেছে

শুধু IMF নয়, যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ACI Worldwide-এর ২০২৪ সালের বার্ষিক রিপোর্টেও UPI-কে “বিশ্বের সেরা রিয়েল-টাইম পেমেন্ট সিস্টেম” বলা হয়েছে। সেখানে উল্লেখ করা হয়েছে,

বিশ্বের মোট রিয়েল-টাইম ডিজিটাল লেনদেনের ৪৯% UPI-র মাধ্যমে সম্পন্ন হয়।

শুধুমাত্র ভারতে UPI লেনদেনের সংখ্যা ১২৯.৩ বিলিয়ন, বৈশ্বিকভাবে সর্বোচ্চ। এই তালিকায় ব্রাজিল, চীন, দক্ষিণ কোরিয়ার মতো দেশ পিছনে পড়েছে। UPI-র সহজ ব্যবহারযোগ্যতা, শূন্য খরচে টাকা পাঠানোর সুবিধা এবং মোবাইল-ভিত্তিক সুরক্ষিত প্রযুক্তি। সব মিলিয়ে সাধারণ মানুষের কাছে নগদহীন লেনদেনকে জনপ্রিয় করে তুলেছে।

UPI এখন বৈশ্বিক মানদণ্ড

ভারতের উদ্ভাবিত এই প্ল্যাটফর্ম এখন শুধু দেশের মধ্যেই সীমাবদ্ধ নয়। নেপাল, সিঙ্গাপুর, ভুটান, সংযুক্ত আরব আমিরাত, ফ্রান্সসহ একাধিক দেশে ইতিমধ্যেই UPI গ্রহণ শুরু হয়েছে। ফলে আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতীয় ডিজিটাল পেমেন্ট মডেলের প্রভাব বাড়ছে।

ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ নেতৃত্ব এখন ভারতের হাতে

IMF-সহ বিশ্বজুড়ে বিভিন্ন প্রতিষ্ঠানের স্বীকৃতি স্পষ্ট করে দিচ্ছে ডিজিটাল অর্থনীতির ভবিষ্যৎ নেতৃত্ব এখন ভারতের হাতে। আর এই বিপ্লবের কেন্দ্রে দাঁড়িয়ে আছে UPI, যা আজ সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনকে যেমন বদলে দিয়েছে, তেমনই বিশ্বকে দেখাচ্ছে ডিজিটাল পেমেন্টের নতুন পথ।