Delhi Pollution Protest : দিল্লিতে ‘দূষণের বিরুদ্ধে প্রতিবাদ’ মিছিলে মাওবাদপন্থী স্লোগান, গ্রেফতার ২৩, মামলা দায়ের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: দিল্লির ইন্ডিয়া গেটে দূষণের বিরুদ্ধে বিক্ষোভকারীদের বিক্ষোভ। ভারত বিরোধী স্লোগান দেওয়ায় ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলে ‘কমরেড হিডমা আমার রহে’ স্লোগান ওঠে।
উল্লেখ্য, হিডমা কুখ্যাত মাওবাদী যাকে সম্প্রতি দেশের নিরাপত্তা বাহিনী নিকেশ করেছে। হিডমা দেশের অসংখ্য অসামরিক নাগরিক এবং সেনা কর্মীর মৃত্যুর জন্য দায়ী।
প্রশ্ন উঠছে, দূষণের সঙ্গে হিডমার কী সম্পর্ক? আন্দোলনকারী পুলিশের উপর মরিচের স্প্রে দিয়ে আক্রমণ করে বলেও অভিযোগ। দিল্লি পুলিশ এই ঘটনায় দুটি এফআইআর দায়ের করেছে।
#WATCH | Delhi: A group of protesters holds a protest at India Gate over air pollution in Delhi-NCR. They were later removed from the spot by police personnel pic.twitter.com/DBEZTeET0U
— ANI (@ANI) November 23, 2025
একজন পুলিশ কর্মকর্তার মতে, ‘তারা কেবল পুলিশ কর্মীদের বিরুদ্ধে বলপ্রয়োগ এবং সহিংসতাই করেনি। আমরা প্রথমবারের মতো পুলিশ কর্মীদের উপর মরিচের স্প্রে ব্যবহার করতে দেখেছি’।
“Comrade Hidma Amar Hahe”
Does this look like an environmental protest against Air pollution? Leftists are out here in support of Maoists who killed countless police personnels. pic.twitter.com/xMoZA9cOB8
— BALA (@erbmjha) November 23, 2025
বিজেপি বিক্ষোভকারীদের ‘শহুরে নকশাল আন্দোলনকারী’ হিসেবে আখ্যা দিয়েছে। বিজেপির অভিযোগ, ‘জঙ্গলে যেটা মাওবাদ, শহরে সেটা বামপন্থা। ফাঁপা মতাদর্শে বিশ্বাসী বামপন্থীরা মানসিক বিকারগ্রস্ত।’
Communists show up to protest Delhi’s air pollution and, within seconds, shift the topic to Naxals, praising their illegal “governance model,” “sustainable development,” farming, etc.
It’s the classic “essay on horse” problem: your whole life you memorised just one essay, the… pic.twitter.com/HWrr4Mqgl4
— THE SKIN DOCTOR (@theskindoctor13) November 23, 2025
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ঘোষণা, ৩১ মার্চ, ২০২৬ সালের মধ্যে দেশকে সম্পূর্ণ মাওবাদীমুক্ত করা হবে। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের আল্লুরি সীতারামা রাজু জেলায় যৌথ নিরাপত্তা বাহিনীর এনকাউন্টারে নিহত হয়েছেন দেশের শীর্ষ মাওবাদী কমান্ডার মাদভি হিডমা (৪৩)। নিহত হয়েছেন তার স্ত্রী রাজেও।
হিডমার বিরুদ্ধে রয়েছে ভয়াবহ নাশকতার তালিকা—
২০১০ সালের দান্তেওয়াড়া হামলা,
২০১৩ সালের ঝিরাম উপত্যকা গণহত্যা,
২০২১ সালের সুকমা–বিজাপুর সংঘর্ষ,
সহ মোট ২৬টি বড় হামলার সঙ্গে সরাসরি যুক্ত ছিল সে।


