Monday, November 24, 2025
Latestদেশ

Udhayanidhi Stalin : এবার সংস্কৃতকে ‘মৃত ভাষা’ বলে বিতর্কে জড়ালেন উদয়নিধি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত শুক্রবার (২১ নভেম্বর) সংস্কৃতকে ‘মৃত ভাষা’ বলে নতুন করে বিতর্কে জড়ালেন ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন। চেন্নাইতে এক বই প্রকাশ অনুষ্ঠানে উদয়নিধি এই মন্তব্য করেন। 

উদয়নিধি ভাষা উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের তহবিল বরাদ্দের সমালোচনা করেন। তালিমনাড়ুর ডেপুটি মুখ্যমন্ত্রী বলেন, “এটা নিন্দনীয় যে কেন্দ্রীয় সরকার তামিল ভাষার উন্নয়নের জন্য মাত্র ৫০ কোটি টাকা বরাদ্দ করেছে। অথচ সংস্কৃতের মতো মৃত ভাষাকে ২,৪০০ কোটি টাকা দেওয়া হচ্ছে।”


উল্লেখ্য, এর আগে সনাতন ধর্ম সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে তুমুল বিতর্কে জড়িয়েছিলেন উদয়নিধি স্ট্যালিন। ২০২৩ সালের সেপ্টেম্বরে সনাতন ধর্মকে ‘নির্মূল’ করার আহ্বান জানিয়েছিলেন তিনি। সনাতন ধর্মকে ডেঙ্গু এবং ম্যালেরিয়ার মতো রোগের সাথে তুলনা করে নির্মূলের ডাক দিয়েছিলেন।

হিন্দু ঐতিহ্যের বিরুদ্ধে উপ-মুখ্যমন্ত্রী বারবার প্রকাশ্যে কুরুচিকর আক্রমণ করেছেন। এদিকে তার নিজের পরিবারে গভীর ধর্মীয় রীতিনীতি পালনের চিত্র দেখা গেছে। তার মা দুর্গা স্ট্যালিনের মন্দির পরিদর্শন করেন। এমনকি তার মা দুর্গা স্ট্যালিন এবং স্ট্যালিনের বাসভবনে বিশাল এবং প্রশস্ত পুজো কক্ষ রয়েছে। তার মা একজন ধর্মপ্রাণ সাধক। তিনি প্রতিদিন সংস্কৃত শ্লোক এবং মন্ত্র জপ করেন।


তথ্যসূত্র: The Commune