Ram Mandir : অযোধ্যার রাম মন্দিরের নির্মাণ কাজ শেষ, মঙ্গলবার ধ্বজা ওড়াবেন প্রধানমন্ত্রী মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অযোধ্যায় রাম মন্দির নির্মাণের কাজ শেষ। মঙ্গলবার মন্দিরের চূড়ায় ধ্বজা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শহর জুড়ে এখন সাজসাজ রব, বাড়ছে ভক্ত ও পর্যটকের ভিড়।
এর আগে ২০২৪ সালের ২২ জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন প্রধানমন্ত্রী। তবে তখনও মন্দির নির্মাণের কাজ ছিল অসম্পূর্ণ। প্রায় ২ বছর পর এবার পুরো কাজ শেষ হয়েছে। আনুষ্ঠানিকভাবে মন্দির নির্মাণের কাজ শেষ ঘোষণার প্রতীক হিসেবেই মঙ্গলবার অনুষ্ঠিত হবে ধ্বজা উত্তোলন।
ধ্বজার আকার ও মন্দিরের বিন্যাস
রাম মন্দিরের উচ্চতা ১৬১ ফুট। সেই চূড়াতেই বসানো হবে বিশেষ ধ্বজা—
লম্বায়: ২২ ফুট
চওড়ায়: ১১ ফুট
ধ্বজাদণ্ডের উচ্চতা: ৪২ ফুট
মন্দিরের প্রথম তলায় থাকবে রামলালার মূর্তি। দ্বিতীয় তলায় স্থাপন করা হবে রাম দরবার।
সাজসজ্জায় কলকাতার ফুল
ধ্বজা উত্তোলনকে ঘিরে গত বৃহস্পতিবার থেকেই শুরু হয়েছে পুজো-অনুষ্ঠান। মন্দির চত্বর নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে।
অযোধ্যার ফুল শিল্পী রাহুল কুমার জানিয়েছেন, এই অনুষ্ঠানের জন্য প্রচুর পরিমাণ ফুল এসেছে কলকাতা ও বেঙ্গালুরু থেকে। বিশেষ করে কলকাতার গাঁদা, রাজনীগন্ধা, জারবেরা সহ একাধিক ফুল ব্যবহার করা হচ্ছে মূল মঞ্চ ও মন্দির প্রাঙ্গণ সাজাতে।
ধ্বজা উত্তোলনে থাকবেন মোহন ভাগবত
প্রধানমন্ত্রীর পাশাপাশি অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা RSS প্রধান মোহন ভাগবতেরও। সরযূ নদীর পাড়ে তাই উৎসবের আবহ, বাড়ছে ভক্তদের আনাগোনা। মঙ্গলবারের অনুষ্ঠান উপলক্ষে অযোধ্যায় পর্যটকের সংখ্যা বেড়ে গিয়েছে কয়েকগুণ।


