Monday, November 24, 2025
Latestদেশ

Justice Surya Kant : দেশের ৫৩তম প্রধান বিচারপতি পদে শপথ নিলেন সূর্যকান্ত শর্মা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সোমবার দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন বিচারপতি সূর্যকান্ত শর্মা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শপথবাক্য পাঠ করান তাঁকে। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার স্পিকার ওম বিড়লা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, বিজেপি সভাপতি জেপি নাড্ডা এবং প্রাক্তন প্রধান বিচারপতি বিআর গাভাই-সহ দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ। সূর্যকান্ত ২০২৭ সালের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত প্রধান বিচারপতির দায়িত্বে থাকবেন।

হরিয়ানার এক সাধারণ গ্রামের ছেলে থেকে দেশের প্রধান বিচারপতি

হরিয়ানার হিসার জেলার পেটোয়ারে গ্রামের এক মধ্যবিত্ত পরিবারের সন্তান সূর্যকান্ত শর্মা। ১৯৬২ সালের ১০ ফেব্রুয়ারি জন্ম। একান্নবর্তী কৃষক পরিবার, জীবিকার একমাত্র ভরসা ছিল চাষবাস। পরিবারের একমাত্র ব্যতিক্রম ছিলেন তাঁর বাবা—একজন শিক্ষক। ছোটবেলা থেকে শিক্ষার প্রতি অনুরাগই তাঁকে গ্রামের অন্যান্য ছেলেদের থেকে আলাদা করে তুলেছিল।

গ্রামের সরকারি স্কুলেই তাঁর পড়াশোনার শুরু। স্কুল শেষে প্রায় প্রতিদিনই মাঠে কৃষিকাজে হাত লাগাতে হত। বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, সেই দিনগুলোতেই তিনি বুঝেছিলেন কীভাবে গ্রামের মানুষ তাঁদের অধিকার থেকে বঞ্চিত হন প্রজন্মের পর প্রজন্ম। এই অভিজ্ঞতাই তাঁকে আইনের পথে হাঁটার প্রেরণা দেয়।

আইনজীবী থেকে রাজ্যের সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল

  • ১৯৮৪ সালে রোহতকের মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় থেকে আইন পাশ করেন সূর্য কান্ত।
  • হিসার জেলা আদালতে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু।
  • এরপর ১৯৮৫ সালে পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টে কাজে যোগ দেন।

মাত্র ৩৮ বছর বয়সে, ২০০০ সালে, তিনি হন হরিয়ানার সর্বকনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল। সেই সময়ই আইনজগতে তাঁর নেতৃত্বদানের ক্ষমতা এবং সামাজিক প্রতিশ্রুতি স্পষ্ট হয়ে ওঠে।

বিচারপতি হিসেবে উজ্জ্বল পথচলা

  • ২০০৪ সালে তিনি পাঞ্জাব-হরিয়ানা হাইকোর্টের বিচারপতি হিসেবে নিযুক্ত হন।
  • ২০১৮ সালে হন হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রধান বিচারপতি।
  • ২০১৯ সালের মে-তে তাঁর সুপ্রিম কোর্টের বিচারপতি পদে অভিষেক।

সুপ্রিম কোর্টে দায়িত্বকালে তিনি যুক্ত ছিলেন দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক বেঞ্চের একাধিক রায়ে—এর মধ্যে অন্যতম জম্মু-কাশ্মীরের ৩৭০ ধারা বিলুপ্তির মামলাও। সাংবিধানিক আইন, মানবাধিকার ও প্রশাসনিক বিষয়ক প্রায় হাজারখানেক রায়ের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি।

হরিয়ানার প্রথম প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথমবার কোনও হরিয়ানভি দেশের প্রধান বিচারপতির পদ অলঙ্করণ করলেন। তাঁর এই অভিষেক হরিয়ানা তথা দেশের আইনজগতের জন্য এক গুরুত্বপূর্ণ মুহূর্ত।

সহকর্মীর মূল্যায়ন

প্রাক্তন প্রধান বিচারপতি বিআর গাভাই বিচারপতি কান্ত সম্পর্কে বলেন, “তিনি সমাজের সেই অংশের প্রতিনিধি যারা সংগ্রামের মধ্য দিয়ে নিজেদের গড়ে তুলেছেন। যাঁদের জন্য আইনের সুরক্ষার প্রয়োজন, তাঁদের অধিকারের রক্ষক হিসেবে বিচারপতি সূর্যকান্ত যথার্থই উপযুক্ত।”