Monday, November 24, 2025
Latestরাজ্য​

BLO Remuneration : SIR প্রক্রিয়ার মধ্যেই BLO-দের পারিশ্রমিক বাড়ালো নির্বাচন কমিশন, দেওয়া হচ্ছে ডেটার খরচও

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভোটার তালিকার নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার মধ্যেই বুথ লেভেল অফিসারদের (BLO) পারিশ্রমি বৃদ্ধি করল নির্বাচন কমিশন। ভোটকর্মী ও BLO ঐক্যমঞ্চের প্রতিনিধি স্বপন মণ্ডল জানিয়েছেন, বিএলও–দের পারিশ্রমিক ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৮ হাজার টাকা করা হয়েছে। উল্লেখ্য, প্রথম পর্যায়ে এই অঙ্ক ছিল মাত্র ৬ হাজার টাকা। এবার BLO-রা পাবেন মাসে ১৮ হাজার করে।

ডিজিটাইজেশনের কাজের জন্য ডেটা খরচও দেবে নির্বাচন কমিশন। আগামী সপ্তাহ থেকেই এই অর্থ বিএলওদের হাতে পৌঁছে যাবে বলে জানা গেছে। বুধবার মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) সঙ্গে সাক্ষাৎ করে বিএলও–দের বাড়তি কাজের চাপ এবং মাঠপর্যায়ের বাস্তব পরিস্থিতি তুলে ধরেন ঐক্যমঞ্চের প্রতিনিধিরা।

এদিকে, এনুমারেশন প্রক্রিয়ায় দক্ষতার সঙ্গে কাজ করা আধিকারিকদের উৎসাহিত করতেও উদ্যোগ নিয়েছে কমিশন। যেসব বুথ লেভেল অফিসার তাঁর নিজ নিজ বুথে ৯৯ শতাংশের বেশি এনুমারেশন ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজেশন সম্পন্ন করেছেন, তাঁদের বিশেষভাবে পুরস্কৃত করা হবে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে জানা গেছে, পুরস্কারপ্রাপকদের ছবি ও ভিডিও বার্তা নির্বাচন কমিশনের সামাজিক মাধ্যমে প্রচার করা হবে। আগামীকাল থেকেই এই প্রচার কার্যক্রম শুরু হবে।

পারিশ্রমিক বৃদ্ধির পর এবারের সিদ্ধান্তে আর্থিক স্বস্তি মিলবে বিএলওদের—যাদের উপরই নির্ভর করে বাড়ি-বাড়ি সমীক্ষা, ফর্ম যাচাই এবং নতুন ভোটার অন্তর্ভুক্তির মতো গুরুত্বপূর্ণ কাজ। কমিশনের আশা, আর্থিক প্রণোদনা ও স্বীকৃতি, দুই-ই কাজের গতি ও মান আরও বাড়াবে।