‘অভিন্ন দেওয়ানি বিধি চালু করা উত্তরাখণ্ড সরকারের এক সাহসী পদক্ষেপ’, মন্তব্য মোদীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরাখণ্ড সরকারের অভিন্ন দেওয়ানি বিধি (Uniform Civil Code) কার্যকর করার সিদ্ধান্তকে ‘সাহসী পদক্ষেপ’ বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দেরাদুনে উত্তরাখণ্ড রাজ্য গঠনের ২৫তম বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মোদী এই মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, “২৫ বছর আগে, যখন উত্তরাখণ্ড গঠিত হয়েছিল, তখন নবগঠিত রাজ্যটি বহু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল। সম্পদ ছিল সীমিত, রাজ্যের বাজেটও ছিল ছোট। আয়ের উৎস খুবই কম ছিল। তখন রাজ্যকে প্রায় পুরোপুরি কেন্দ্রের সহায়তার উপর নির্ভর করতে হত। আজ সেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে।”
মোদী এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামীর নেতৃত্বে গৃহীত সিদ্ধান্তগুলির প্রশংসা করেন। বিশেষত, উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি প্রয়োগকে তিনি আধুনিক ও প্রগতিশীল প্রশাসনের নিদর্শন বলে উল্লেখ করেন। মোদীর কথায়, “অভিন্ন দেওয়ানি বিধি চালু করা ধামী সরকারের এক সাহসী ও ঐতিহাসিক পদক্ষেপ। এটি শুধু উত্তরাখণ্ড নয়, গোটা দেশের জন্যই এক দৃষ্টান্ত।”
উত্তরাখণ্ডে অভিন্ন দেওয়ানি বিধি চালুর আগে থেকেই এ নিয়ে দীর্ঘ আলোচনা চলছিল। নতুন বিধিতে বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার, দত্তক গ্রহণের মতো দেওয়ানি বিষয়গুলিতে একক আইন প্রয়োগের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যুগলদের একত্রবাস বা ‘লাইভ-ইন রিলেশনশিপ’-এর ক্ষেত্রেও বাধ্যতামূলক ‘রেজিস্ট্রেশন’-এর নিয়ম আনা হয়েছে, যা নিয়ে সমাজের বিভিন্ন মহলে বিতর্ক শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী এদিন সেই বিতর্ক প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও স্পষ্টভাবে জানান, “উত্তরাখণ্ড আজ নীতি, সিদ্ধান্ত ও উন্নয়নে ভারতের পথপ্রদর্শক হয়ে উঠছে।” তিনি রাজ্যের অবকাঠামো, পর্যটন ও শিল্পোন্নয়নের ক্ষেত্রেও সরকারের কর্মকাণ্ডের প্রশংসা করেন।
উল্লেখ্য, কেন্দ্রের মোদী সরকার দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার পরিকল্পনা করছে বলে খবর। এ বিষয়ে বিল পাস করতে পারে গেরুয়া শিবির।


