Tuesday, November 11, 2025
Latestরাজ্য​

স্কুলের প্রার্থনায় রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি বাংলার জল’ বাধ্যতামূলক করলো পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে এবার থেকে বাধ্যতামূলকভাবে গাওয়া হবে রাজ্য সঙ্গীত ‘বাংলার মাটি, বাংলার জল’। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতিদিন সকালে ক্লাস শুরুর আগে প্রার্থনার সময় এই গান গাওয়া বাধ্যতামূলক।

রাজ্যের শিক্ষা দফতরের এই নির্দেশ প্রকাশের সঙ্গে সঙ্গেই তৈরি হয়েছে নানা প্রশ্ন ও বিতর্ক। এতদিন স্কুল প্রার্থনায় জাতীয় সঙ্গীতের পাশাপাশি কিছু প্রতিষ্ঠানে তাদের নিজস্ব প্রার্থনা সঙ্গীত গাওয়া হত। নতুন নির্দেশিকায় স্পষ্ট করে বলা না হওয়ায় বিভ্রান্তি ছড়িয়েছে— এখন থেকে কি শুধুই রাজ্য সঙ্গীত গাওয়া হবে, নাকি জাতীয় সঙ্গীতও গাওয়া হবে? যদি দু’টোই গাওয়া যায়, তবে কোনটি আগে গাওয়া হবে তা নিয়েও প্রশ্ন উঠেছে।

উল্লেখ্য, পশ্চিমবঙ্গের আগে কোনও রাজ্য সঙ্গীত ছিল না। ২০২৩ সালে বিধানসভায় গৃহীত এক প্রস্তাব অনুযায়ী, রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা ‘বাংলার মাটি, বাংলার জল’ রাজ্যের সরকারিভাবে স্বীকৃত সঙ্গীত হয়। এরপর থেকে রাজ্য সরকারের বিভিন্ন অনুষ্ঠানে এই গানটি গাওয়া হয় নিয়মিত।

তবে শিক্ষাক্ষেত্রে বাধ্যতামূলকভাবে রাজ্য সঙ্গীত গাওয়ার সিদ্ধান্ত নিয়ে আপত্তি জানিয়েছে কিছু শিক্ষক সংগঠন। শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন, “অনুপ্রেরণাদায়ক ও প্রাসঙ্গিক সঙ্গীত হিসেবে ‘বাংলার মাটি, বাংলার জল’ নিয়ে কোনও বিতর্ক নেই। কিন্তু কোথাও যেন মনে হচ্ছে দেশ বনাম রাজ্যের এক প্রতিযোগিতায় আমাদের দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য যেসব পদক্ষেপ নেওয়া উচিত, সেদিকে গুরুত্ব না দিয়ে এই ধরনের সিদ্ধান্তের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন উঠছে।”

শিক্ষক মহলের একাংশের মতে, ছাত্রছাত্রীদের মধ্যে দেশপ্রেম ও রাজ্য-গর্ব দুটোই জাগ্রত রাখা জরুরি। তাই রাজ্য সঙ্গীতের পাশাপাশি জাতীয় সঙ্গীতও প্রতিদিন গাওয়া উচিত— সেটাই শিক্ষার সর্বজনীন চেতনার সঙ্গে বেশি সামঞ্জস্যপূর্ণ।