Monday, October 13, 2025
Latestআন্তর্জাতিক

পাকিস্তান সীমান্তে ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করছে আফগানিস্তান

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষের জেরে ফের সীমান্তে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার রাতের ভয়াবহ সংঘর্ষের পর রবিবার সকালেই আফগানিস্তান সীমান্ত এলাকায় ভারী অস্ত্র ও ট্যাংক মোতায়েন করেছে তালিবান সরকার। কাবুলের দাবি, পাকিস্তানের আক্রমণের জবাবে অন্তত ৫৮ পাকিস্তানি সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছে।

আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, সংঘর্ষে আফগান বাহিনীর ৯ জন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। শনিবার সকালের দিকে আফগান গণমাধ্যমগুলো পাকিস্তানের অন্তত ১৫ সেনা নিহতের খবর প্রকাশ করেছিল। তবে দিনের শেষে সেই সংখ্যা আরও বাড়ে বলে দাবি তালিবানের।

আফগান গণমাধ্যম টেলো নিউজের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, তালিবান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশে ব্যাপক সামরিক প্রস্তুতি নিচ্ছে। এলাকায় ভারী কামান, ট্যাংক ও সাঁজোয়া গাড়ি মোতায়েন করা হয়েছে। কুরম এলাকার স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রবিবারও থেমে থেমে গুলির শব্দ শোনা গেছে।

অন্যদিকে, পাকিস্তানের সরকারি চ্যানেল পিটিভি নিউজ জানিয়েছে, তাদের সেনাবাহিনী আফগানিস্তানের অন্তত ১৯টি সীমান্ত চৌকি দখলে নিয়েছে। তবে আফগান গণমাধ্যম আমু নিউজ দাবি করেছে, পাকিস্তানের ১১টি চৌকি ধ্বংস করেছে তালিবান যোদ্ধারা।

সংঘর্ষের সূত্রপাত বৃহস্পতিবার, যখন কাবুলে পাকিস্তানের বিমান হামলার অভিযোগ ওঠে। তালিবান জানায়, হামলায় তাদের কয়েকজন সেনা নিহত হন। এর জবাবেই তারা সীমান্তে গুলি ছোড়ে। অন্যদিকে পাকিস্তানের দাবি, প্রথমে তালেবানই বেসামরিক নাগরিকদের উপর গুলি চালায়, ফলে পাল্টা জবাব দিতে বাধ্য হয় সেনারা।

সংঘর্ষের পর দুই দেশের সীমান্ত পথ বন্ধ করে দিয়েছে পাকিস্তান। রয়টার্সের খবরে বলা হয়েছে, সীমান্তবর্তী এলাকাগুলিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সাধারণ মানুষকে চলাচল থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।