Monday, October 6, 2025
Latestদেশ

সোনম ওয়াংচুকের উস্কানিতেই লাদাখে হিংসা ছড়িয়েছে, সাফ জানালো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: লাদাখে অশান্ত পরিস্থিতির জন্য সরাসরি ইঞ্জিনিয়র, গবেষক ও শিক্ষা সংস্কারক সোনম ওয়াংচুককে দায়ী করল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। মন্ত্রকের তরফে বুধবার এক বিবৃতিতে জানানো হয়েছে, তাঁর ‘উস্কানিমূলক’ মন্তব্যের জেরেই অশান্তি ঘটেছে।

কেন্দ্রের তরফে সাফ বলা হয়েছে, আন্দোলনকারীদের সঙ্গে বারবার বৈঠকে বসছে কেন্দ্র। লাদাখে তফসিলি উপজাতিদের জন্য সংরক্ষণ ৪৫% থেকে ৮৪% বৃদ্ধি করা হয়েছে। কাউন্সিলগুলিতে মহিলাদের জন্য এক-তৃতীয়াংশ সংরক্ষণ করা হয়েছে। ভোটি এবং পুরগিকে সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়েছে। ১,৮০০ পদে নিয়োগও শুরু করা হয়েছে। তবুও আন্দোলন চালিয়ে যাচ্ছেন সোনম ওয়াংচুক।


সোনম তার বক্তৃতায় আরব বসন্ত ও নেপালের ‘জেন জি’ প্রসঙ্গ টেনে সাধারণ মানুষকে বিভ্রান্ত করেছেন। অশান্তিতে সোনমের ইন্ধন ছিল। ইচ্ছাকৃতভাবে পরিস্থিতি অশান্ত করে তোলা হয়েছে। সহিংসতার চলাকালীন ওয়াংচুক তার অনশন ভেঙে একটি অ্যাম্বুলেন্সে করে তার গ্রামের দিকে রওনা হন। তিনি ‘পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কোনো চেষ্টাই করেননি।’ 

এদিকে লাদাখের লেফটেন্যান্ট গভর্নর কবিন্দর গুপ্তা এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, কেন্দ্রশাসিত অঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ থাকে, তবে সেটাকে বিনষ্ট করতে হিংসার ছক তৈরি করা হয়েছে। অশান্তি এড়াতে লেহতে আপাতত কার্ফু জারি করা হয়েছে।

বিস্তারিত-  The Commune