Saturday, October 4, 2025
Latestআন্তর্জাতিক

‘যোগ্য দেশ’ ভারত-জাপানকে স্থায়ী সদস্য করা হোক’, রাষ্ট্রসংঘের অধিবেশনে বললেন ভুটানের প্রধানমন্ত্রী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে সংস্কারের জোরালো দাবি তুললেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। তিনি বলেন, বিশ্বের বর্তমান বাস্তব পরিস্থিতি বিবেচনায় পরিষদকে সময়োপযোগী করা প্রয়োজন। সেই সঙ্গে ভারত ও জাপানকে ‘যোগ্য দেশ’ হিসেবে স্থায়ী সদস্যপদ দেওয়ার আহ্বান জানান তিনি।

শনিবার নিউইয়র্কে রাষ্ট্রসংঘের ৮০তম সাধারণ অধিবেশনে ভাষণ দেন টোবগে। সেখানে তিনি জলবায়ু সংকট, দারিদ্র্য ও সংঘাত মোকাবিলায় বহুপাক্ষিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

টোবগে বলেন, “ভুটান রাষ্ট্রসংঘের সংস্কারকে সমর্থন করে, যার মধ্যে নিরাপত্তা পরিষদের সংস্কারও রয়েছে। স্থায়ী ও অস্থায়ী— উভয় ধরনের সদস্যপদই সম্প্রসারণ করা উচিত। ভারত ও জাপানের মতো যোগ্য দেশসহ অন্যান্য সক্ষম ও নেতৃত্বদানকারী দেশগুলিকে অন্তর্ভুক্ত করতে হবে, যাতে নিরাপত্তা পরিষদ আজকের জটিল বাস্তবতাকে প্রতিফলিত করতে পারে।”

ভুটান প্রধানমন্ত্রীর এই মন্তব্যকে ভারতের দীর্ঘদিনের দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী আসনের জন্য ভারত দীর্ঘদিন ধরে প্রচেষ্টা চালাচ্ছে, যা আন্তর্জাতিক অঙ্গনে একাধিকবার আলোচনায় এসেছে।

বিশ্লেষকরা বলছেন, ছোট রাষ্ট্র হিসেবে ভুটানের তরফে এমন অবস্থান আন্তর্জাতিক কূটনীতিতে ভারতের প্রতি সমর্থনের বার্তাই বহন করে। একই সঙ্গে এশিয়ার ভূরাজনীতিতে জাপানের ক্রমবর্ধমান ভূমিকার প্রতিফলনও ঘটেছে এই বক্তব্যে।