‘বন্দুকের অঙ্গভঙ্গি আমাদের সংস্কৃতি’, আইসিসির শুনানিতে বললেন পাক ক্রিকেটার ফারহান
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে অর্ধশতক করার পর বিতর্কিত উদযাপন করেছিলেন পাকিস্তানি ওপেনার শাহিবজাদা ফারহান। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইসিসির কাছে অভিযোগ করেছিল, ফারহানের বন্দুক তাক করার ভঙ্গি রাজনৈতিক বার্তা বহন করছে। তবে শুনানিতে ফারহান বলেছেন এটার পিছনে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। বন্দুক অঙ্গভঙ্গি তাদের সংস্কৃতির অংশ।
বুধবার আইসিসির শুনানিতে ফারহান উদাহরণ টেনে বলেন, অতীতে ভারতের দুই তারকা ক্রিকেটার—মহেন্দ্র সিং ধোনি ও বিরাট কোহলি—এ ধরনের অঙ্গভঙ্গি করেছেন। তিনি আরও যুক্তি দেন, একজন পাঠান হিসেবে এটি তাদের সংস্কৃতির প্রকাশ, যা আনন্দের মুহূর্তে কিংবা বিয়ের অনুষ্ঠানে সাধারণভাবে দেখা যায়।
শুধু ফারহানই নন, একই ম্যাচে ভারতের দর্শকদের উদ্দেশে বিমান ভূপাতিত করার ইঙ্গিতপূর্ণ অঙ্গভঙ্গি করেছিলেন পাকিস্তানি পেসার হারিস রউফ। এই ঘটনাতেও ভারত অভিযোগ জানায় আইসিসিতে। ধারণা করা হচ্ছে, দুই পাকিস্তানি খেলোয়াড় ফারহান ও হারিসের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা হতে পারে ম্যাচ ফির ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত। তবে নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই।
অন্যদিকে, বিতর্কে নাম এসেছে ভারতীয় শিবির থেকেও। গত ১৪ সেপ্টেম্বর ভারত-পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচের পর সূর্যকুমার যাদবের একটি মন্তব্যকে ‘রাজনৈতিক’ আখ্যা দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। সূর্যকুমারের ব্যবহৃত ‘অপারেশন সিঁদুর’ শব্দটির সঙ্গে দুই দেশের অতীত সংঘাতের যোগ থাকার কারণে পিসিবি আইসিসির কাছে আপত্তি জানায়। শুনানির পর আইসিসি সূর্যকুমারকে রাজনৈতিক মন্তব্য থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছে।
মাঠের লড়াইয়ের বাইরে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে এ ধরনের উদযাপন ও মন্তব্য নতুন বিতর্কের জন্ম দিয়েছে।