Saturday, October 4, 2025
Latestদেশ

বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃত কমপক্ষে ৩৮, আহত বহু

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তামিলনাড়ুর করুরে অভিনেতা থেকে রাজনীতিক হওয়া তামিলগা ভেত্রি কাজগম (TVK) প্রধান বিজয়ের নির্বাচনী সমাবেশে পদদলিত হয়ে কমপক্ষে ৩৮ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। শনিবার সন্ধ্যায় ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও অনেকে অসুস্থ হয়ে পড়েন এবং কয়েকজনকে হাসপাতালে ভর্তি করতে হয়।

অতিরিক্ত ভিড়ে শ্বাসরুদ্ধ হয়ে একাধিক মানুষ অজ্ঞান হয়ে গেলে সমাবেশস্থলে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিজয় তাৎক্ষণিকভাবে বক্তৃতা বন্ধ করে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন। তিনি সমর্থকদের শান্ত থাকতে এবং দ্রুত অ্যাম্বুলেন্সের জন্য পথ করে দিতে অনুরোধ জানান।

অনুমোদনের তুলনায় পাঁচ গুণ ভিড়

করুরে বিজয়ের সমাবেশে সর্বাধিক ১০ হাজার মানুষের জমায়েতের অনুমতি দেওয়া হয়েছিল। অথচ পুলিশের হিসেব অনুযায়ী প্রায় ৫০ হাজার মানুষ ১.২০ লক্ষ বর্গফুট আয়তনের মাঠে জড়ো হয়েছিলেন। ভিড় সামলাতে গিয়ে একসময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে প্রশাসন।

মুখ্যমন্ত্রীর উদ্বেগ ও নির্দেশ

ঘটনার পর তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন সামাজিক মাধ্যমে লিখেছেন, করুর থেকে আসা খবর অত্যন্ত উদ্বেগজনক। তিনি জেলা প্রশাসন, প্রাক্তন মন্ত্রী ভি. সেন্থিল বালাজি, স্বাস্থ্যমন্ত্রী সুব্রামনিয়ান এবং ঊর্ধ্বতন পুলিশ আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দেন। পাশাপাশি তিরুচিরাপল্লি থেকে মন্ত্রী আনবিল মহেশ-কে করুরে পাঠানোর নির্দেশ দেন।

বিজয়ের শোকপ্রকাশ

টিভিকে প্রধান বিজয় সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে বলেন, “আমার হৃদয় ভেঙে গেছে। আমি অসহনীয় যন্ত্রণায় আছি। করুরে প্রাণ হারানো ভাই-বোনদের পরিবারকে গভীর সমবেদনা জানাচ্ছি। হাসপাতালে চিকিৎসাধীনদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি।”

উত্তেজনা ও খোঁজাখুঁজি

ভিড় নিয়ন্ত্রণে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। অসুস্থদের জল বিতরণ করা হয় এবং একাধিক চিকিৎসক দল ঘটনাস্থলে পৌঁছায়। এ সময় এক নয় বছরের মেয়ে নিখোঁজ হয়ে যায়, যার খোঁজে বিজয় নিজে পুলিশ ও সমর্থকদের সহযোগিতা করার অনুরোধ জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া

ঘটনা নিয়ে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্স-এ লিখেছেন, “করুরে রাজনৈতিক সমাবেশে ঘটে যাওয়া এই দুর্ঘটনা অত্যন্ত দুঃখজনক। যাঁরা প্রিয়জন হারিয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আহতদের দ্রুত সুস্থতা কামনা করি।”

রাজনৈতিক বক্তব্যের মাঝেই বিপর্যয়

উল্লেখ্য, বিজয় ওই সমাবেশে প্রাক্তন ডিএমকে মন্ত্রী সেন্থিল বালাজিকে ইঙ্গিত করে তামাশার ছলে সমালোচনা করেন এবং অভিযোগ তোলেন যে, করুরে বিমানবন্দর তৈরির প্রতিশ্রুতি দিয়ে পরে কেন্দ্রের ঘাড়ে দায় চাপিয়েছে ডিএমকে। সেই সঙ্গে তিনি দাবি করেন, আগামী ছয় মাসের মধ্যেই তামিলনাড়ুর রাজনৈতিক পালাবদল ঘটবে।

নির্বাচনী প্রেক্ষাপট

২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজয় রাজ্যজুড়ে প্রচারাভিযান চালাচ্ছেন। করুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার পর নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে প্রশ্ন উঠেছে।