Saturday, October 4, 2025
Latestআন্তর্জাতিক

‘জেরুজালেম থেকে ১ মাইল দূরে প্যালেস্টাইন রাষ্ট্র, নিউ ইয়র্কের কাছে আল-কায়েদাকে রাষ্ট্র দেওয়ার মতো’, রাষ্ট্রপুঞ্জে বললেন নেতানিয়াহু

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে (ইউএনজিএ) ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বক্তব্য রাখেন। তিনি ইসরায়েলে বারবার হ ওয়া জঙ্গি হামলার কথা উল্লেখ করেন এবং ১১ সেপ্টেম্বরে আমেরিকার টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার সাথে তুলনা করেন। 

নেতানিয়াহু বলেন, “জেরুজালেম থেকে এক মাইল দূরে ফিলিস্তিনিদের রাষ্ট্র দেওয়া মানে ১১ সেপ্টেম্বরের পর নিউ ইয়র্ক সিটি থেকে এক মাইল দূরে আল-কায়েদাকে রাষ্ট্র দেওয়ার মতো।” এসময় ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এবং বৃহত্তম সামরিক সমর্থক মার্কিন প্রতিনিধিদলের সদস্যদের তার বক্তব্যের সময় করতালি দিতে দেখা যায়। 

নেতানিয়াহু বলেন, “ফিলিস্তানিদের রাষ্ট্র দেওয়া নিছক পাগলামি। এটি পাগলামি এবং আমরা এটি করব না। পশ্চিমা দেশগুলির আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার সাম্প্রতিক পদক্ষেপ উচিত হয়নি।”

নেতানিয়াহু বলেন, “আপনারা ঠিক করেননি। ভুল করেছেন, ভয়াবহ ভুল। এই ধরনের পদক্ষেপ ইহুদি এবং সমগ্র পৃথিবীর নিরীহ মানুষের উপর আরও আক্রমণকে আরও উৎসাহিত করবে।”

তথ্যসূত্র: দ্য ইকোনমিক টাইমস