Saturday, October 4, 2025
Latestদেশ

‘এমন সবক শেখাব, ভবিষ্যৎ প্রজন্মও দাঙ্গা করা ভুলে যাবে’, বরেলি হিংসায় অ্যাকশন মুডে যোগী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিকাশিত ইউপি ভিশন ২০৪৭ প্রোগ্রামে মুখ্যমন্ত্রী যোগী বরেলি হিংসার ঘটনায় অ্যাকশন মুডে হুঁশিয়ারি দিলেন। মুখ্যমন্ত্রী বলেন, বরেলির মৌলানা ভুলে গেছেন উত্তরপ্রদেশে ক্ষমতায় কে আছে। তিনি শহর অবরোধ করার হুমকি দিতেন। আমরা বলেছিলাম কোনও অবরোধ থাকবে না। কারফিউও থাকবে না। এমন সবক শেখাবো যা ভবিষ্যৎ প্রজন্ম মনে রাখবে।’

যোগী বলেন, ‘২০১৭ সালের আগেও এটিই ছিল। কিন্তু এখন আমরা এসব বন্ধ করে দিয়েছি। আমরা বেছে বেছে এই ধরণের লোকদের শিক্ষা দিয়েছি। তাদের ভাষাতেই তাদের বোঝানো হয়েছে।’


উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, ‘পূর্ববর্তী সরকারগুলি প্রতিটি জেলায় একজন মাফিয়াকে নিযুক্ত করেছিল। তাদের জেলায় ক্ষমতা দখলের অনুমতি দেওয়া হয়েছিল। প্রত্যেকেই তাদের নিজস্ব পরিচয়ের উপর নির্ভরশীল ছিল। কৃষি ধ্বংস হয়ে গিয়েছিল। তরুণদের চাকরি লুট করা হয়েছিল। তারা টাকা আদায়ের জন্য বেরিয়ে পড়ত। চাঁদাবাজ দলগুলি কাজ করত। তাদের এজেন্টরা বদলি এবং পদায়নের জন্য দরপত্র দিত। আমরা তাদের অনৈতিক এবং অবৈধ অনুশীলনের উপর আক্রমণ করেছি। তাদের অনুসারীরা এখন চিৎকার করছে।’