প্যালেস্তাইনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার অর্থ হলো, জঙ্গিগোষ্ঠী হামাসকে পুরষ্কৃত করা: ট্রাম্প
কলকাতা ট্রিবিউন ডেস্ক: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, প্যালেস্তাইনের দাবিকে মান্যতা দেওয়ার অর্থ হল, জঙ্গিগোষ্ঠী হামাসকে পুরষ্কৃত করা। রাষ্ট্রসংঘ সাধারণসভায় তাঁর প্রথম ভাষণে ট্রাম্প বলেন, হামাসকে প্রত্যেক পণবন্দির মুক্তি দিতে হবে। একই সঙ্গে মৃত পণবন্দিদের দেহও ফিরিয়ে দিতে হবে ইজরায়েলের কাছে।
গাজা সংঘাতের বিষয়ে তিনি বলেন, ওই অঞ্চলে যুদ্ধ বিরতির জন্য তিনি নিজে উদ্যোগ নিলেও দুর্ভাগ্যবশত হামাস বারংবার শান্তি প্রতিষ্ঠার যুক্তি সংগত প্রস্তাবগুলি প্রত্যাখান করেছে।
২০২৩-এর অক্টোবর মাসে হামাসের বর্বরোচিত হামলার কথা স্মরণ করিয়ে দিয়ে ট্রাম্প বলেন, রাষ্ট্রসংঘভুক্ত অধিকাংশ দেশ প্যালেস্তাইনকে রাষ্ট্রের মর্যাদা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা এক জঙ্গি গোষ্ঠীকে পুরষ্কৃত করার নামান্তর।
উল্লেখ্য, ফ্রান্স ও বেলজিয়াম সহ ১৫৬-টি দেশ গত সোমবার আনুষ্ঠানিকভাবে প্যালেস্তাইনকে রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে।