এবার ট্রেন থেকে ‘অগ্নি প্রাইম’ মিসাইলের সফল উৎক্ষেপণ করলো DRDO
কলকাতা ট্রিবিউন ডেস্ক: কেন্দ্রীয় সরকার দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও মজবুত করার লক্ষ্যে এগোচ্ছে। ডিআরডিও বৃহস্পতিবার ওড়িশার চাঁদিপুর থেকে রেল মোবাইল লঞ্চার ব্যবহার করে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘অগ্নি প্রাইম’ ক্ষেপণাস্ত্র সফলভাবে উৎক্ষেপণ করেছে।
অগ্নি প্রাইমের পাল্লা ২০০০ কিলোমিটার, ফলে এর রেঞ্জে পাকিস্তান ও চিনের অধিকাংশ অঞ্চল নিশানায় চলে আসবে। পরীক্ষার পর ডিআরডিও জানিয়েছে উৎক্ষেপণ সফল হয়েছে এবং সিস্টেম প্রত্যাশিত লক্ষ্যে আঘাত করেছে।
ক্ষেপণাস্ত্রটি দুই ধরনের জ্বালানি ব্যবহারের সক্ষমতা রাখে এবং এতে উন্নত ইনর্শিয়াল নেভিগেশন সিস্টেম সংযুক্ত, যা লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে সহায়ক। এর ডিজাইন অগ্নি-১ ও অগ্নি-২-র তুলনায় হালকা, আধুনিক ও প্রযুক্তিগতভাবে উন্নত।
রেল-বেসড মোবাইল লঞ্চার সিস্টেম:
পরীক্ষায় রেল মোবাইল লঞ্চার (চলমান লঞ্চিং প্যাড) থেকে সফল উৎক্ষেপণ দেখানো হয়েছে — প্রথমবারের মতো ট্রেন থেকেই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের এ কার্যকারিতা প্রমাণিত হলো। এই ব্যবস্থায় রেলপথ যেখানেই রয়েছে, সেখান থেকেই মিসাইল মোতায়েন ও উৎক্ষেপণ করা যাবে।
কৌশলগত সুবিধা:
রেল-বেসড লঞ্চার শত্রুর নজর এড়ানো, দ্রুত মোবাদল ও অপারেশনাল নমনীয়তা বাড়ানো—এগুলো প্রধান সুবিধা। সাধারণ পণ্যবাহী ট্রেনের মতোই ছদ্মবেশে এটি সহজে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যাওয়া যেতে পারে, ফলে প্রতিস্থাপন ও সঙ্কটকালে সাশ্রয়ী ও কার্যকর অপশন হিসেবে কাজ করবে।
প্রতিরক্ষামন্ত্রীর প্রতিক্রিয়া:
প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ক্ষেপণাস্ত্রটির সফল উৎক্ষেপণের জন্য ডিআরডিওকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, “রেল-বেসড মোবাইল লঞ্চার সিস্টেমের উপর নির্ভরশীল অগ্নি প্রাইমের সফল উৎক্ষেপণ করেছে ভারত… এই প্রথম ট্রেন থেকে কোনও ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ হল, যার জন্য ডিআরডিও-কে অভিনন্দন জানাই।”
আত্মনির্ভরতার লক্ষ্যে বড় ধাপ:
এটি দেশীয় প্রযুক্তির সফলতা প্রতিরক্ষা আত্মনির্ভরতার লক্ষ্যে বড় ধাপ। তবে চলমান অপারেশনাল বাস্তবে রেল অবকাঠামো, নিরাপত্তা ব্যবস্থা, কমান্ড-কন্ট্রোল ইন্টিগ্রেশন এবং আন্তর্জাতিক কূটনৈতিক প্রতিক্রিয়া—এসব বিষয়ে পরবর্তী পরিকল্পনা ও নীতি প্রয়োজন হবে।
‘অগ্নি প্রাইম’ ও এর রেল-বেসড মোবাইল লঞ্চার ভারতীয় ক্ষেপণাস্ত্র সক্ষমতায় নতুন মাত্রা যোগ করেছে — রেঞ্জ, নমনীয়তা ও গোপনীয়তা বৃদ্ধি করবে।