‘খাল সংস্কারের নামে টাকা ঝেড়েছে, বেআইনি নির্মাণ করে কামিয়েছে, 75-25 ভাগ যাচ্ছে কালীঘাটে, জল যাবে কোথায়’, বিস্ফোরক অধীর চৌধুরী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: সোমবার রাতে কয়েক ঘণ্টার প্রবল বৃষ্টিতে কার্যত জলের তলায় শহর কলকাতা ও তার আশপাশের এলাকা। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একাধিক মৃত্যুর ঘটনা সামনে আসে। শহরজুড়ে জলাবদ্ধতা ও বিপর্যস্ত জনজীবনের ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে প্রশ্ন উঠছে—এই পরিস্থিতির দায় কার?
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত দায় ঠেলেছেন সিইএসসি-র দিকে। তাঁর অভিযোগ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় দায়ী বিদ্যুৎ সরবরাহকারী সংস্থার গাফিলতি। তবে সিইএসসি স্পষ্ট জানিয়ে দিয়েছে, রাস্তার আলো এবং ট্রাফিক লাইট CESC-এর মালিকানাধীন, রক্ষণাবেক্ষণ বা পরিচালিত নয়। পাশাপাশি, শহর জলমগ্ন হওয়ার জন্য মুখ্যমন্ত্রী আঙুল তুলেছেন ডিভিসির দিকেও। মমতার দাবি, ডিভিসির জলছাড়ের কারণে পরিস্থিতি আরও জটিল হয়েছে। ডিভিসি পাল্টা জানিয়েছে, কলকাতার বৃষ্টিজনিত জলাবদ্ধতার সঙ্গে তাদের জলছাড়ের কোনও সম্পর্ক নেই।
কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তীব্র সমালোচনা করে বলেছেন, প্রতি বছর বর্ষায় একই ছবি দেখা যায়। সরকার ও পুরসভা দায় এড়াতে একে অপরের দিকে আঙুল তোলে, কিন্তু শহরের সাধারণ মানুষকে জলজট ও প্রাণহানির শিকার হতে হয়। তাঁর দাবি, রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ।
অধীর রঞ্জন চৌধুরী বলেন, “কলকাতা জলের তলায়, প্রচুর বৃষ্টি হয়েছে, একদম ঠিক কথা, কিন্তু বৃষ্টি তো ভূমিকম্প নয় যে আগে থেকে জানত না সরকার! আগে থেকে রেড এলার্ট জারি করেনি কেন? খোলা ইলেক্ট্রিকের লাইন গুলো ঠিক করা যেত না? যথাযথ ব্যবস্থা নিলে তো মানুষগুলোর প্রাণ বাঁচানো যেত!পুজো উদ্বোধন করে বেড়াচ্ছেন !!! মুখ্যমন্ত্রী নগরোন্নয়ন মন্ত্রী এসব বাদ দিয়ে শুধু তবে উদ্বোধন মন্ত্রী লিখুন এবার থেকে।
ভাঙ্গা রাস্তা সারানোর কোনো ব্যবস্থা হয়েছে? পুজোর সময়েও সর্বত্র রাস্তা ভাঙ্গা, এক্সিডেন্ট বাড়ছে, আবর্জনার স্তূপ হয়ে আছে সারা শহর। কোনো সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেম নেই।
বৃষ্টি যেমন একটা কারণ, তার চেয়েও অনেক বড় কারণ, খাল সংস্কারের নামে টাকা ঝেড়ে উল্টে খাল বোজানো, আর তাতে বেআইনি নির্মাণ করে টাকা কামানো, ভাগ যাচ্ছে কালীঘাটে 75-25, প্রমোটারি রাজ, ড্রেন পরিষ্কার হয়না, জল যাবে কোথায়? নয়নজোলি যা কিছু অবশিষ্ট সব বুজিয়ে প্রমোটারি, পুকুর গুলো তো সেই কবেই বুজে গেছে।
দায় কার? কে চালাচ্ছে সরকার? আজ টিভিতে আপনি ভালো মানুষ সাজছেন !!!
আপনি জানতেন না কলকাতার রাস্তায় রাস্তায় খোলা ইলেক্ট্রিকের লাইন??? আপনি ওপেন স্টেজ লাইভ ডিবেট করুন , চ্যালেঞ্জ করছি, আপনার গোটা সিস্টেম এর মুখোশ খুলে যাবে।”