Tuesday, November 25, 2025
দেশ

‘মোদীর নেতৃত্বে শক্তিশালী হয়ে উঠেছে ভারত’, বিজেপিকে সমর্থন সাংসদ অভিনেত্রী সুমালতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: সমস্ত জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অভিনেতা-রাজনীতিবিদ সুমালতা অম্বরীশ বিজেপিকে সমর্থন জানালেন নির্দল সাংসদ অভিনেত্রী-রাজনীতিবিদ সুমালতা অম্বরীশ। কর্ণাটকের বিধানসভা ভোটের আগে তার এই সমর্থন বিজেপিকে আরও শক্তিশালী করবে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সুমালতা কর্ণাটকের মান্ডা জেলার একজন নির্দল সাংসদ।

সুমালতা বলেন, ‘আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপিকে আমার সমর্থন জানাই। আমি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে বিশ্বাস করি। মোদীর নেতৃত্বে শক্তিশালী হয়ে উঠছে ভারত।’

সুমালতা 200 টিরও বেশি তামিল, তেলেগু এবং কন্নড় চলচ্চিত্রে অভিনয় করেছেন।

উল্লেখ্য, এপ্রিল-মে মাসে কর্ণাটকে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।