‘অত্যন্ত দুঃখজনক’ অস্ট্রেলিয়ায় একের পর এক মন্দিরে হামলার বিষয়ে অজি প্রধানমন্ত্রীকে বললেন মোদী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ৮ মার্চ তিনদিনের ভারত সফরে এসেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। হোলি উৎসবে অংশ নেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বসে ভারত- অস্ট্রেলিয়া চতুর্থ টেস্ট ম্যাচ উপভোগ করেন।
মোদীর সঙ্গে আলোচনায় প্রতিরক্ষাক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা, বাণিজ্য সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের। আলোচনায় সময় অস্ট্রেলিয়ায় হিন্দু মন্দিরের উপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মোদী।
নরেন্দ্র মোদী বলেন, ‘অস্ট্রেলিয়ার মাটিতে মন্দিরে হামলার ঘটনায় আমি উদ্বিগ্ন। বিষয়টি নিয়ে ভারতের তরফে ক্যানবেরাকে একাধিক বার বলা হয়েছে। মনে করা হচ্ছে খলিস্থানপন্থীদের এই ঘটনার পেছনে হাত থাকতে পারে।’
অ্যান্থনি অ্যালবানিজ মোদীকে জানান, ‘অস্ট্রেলিয়ায় বসবাসকারী ভারতীয়দের সুরক্ষার বিষয়টিকে তিনি অগ্রাধিকার দেন। এই ঘটনায় তাঁরা নিয়মিত যোগাযোগ রেখে চলেন।’

