কুন্তল-ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করলো ইডি
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার নিয়োগ দুর্নীতিতে ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের ঘনিষ্ঠ শান্তনু বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করলো ইডি। শান্তনু হুগলি জেলা পরিষদের স্বাস্থ্য কর্মাধ্যক্ষ।
জেরার জন্য শুক্রবার শান্তনুকে ইডির দফতরে ডেকেছিল ইডি। ৭ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। জিজ্ঞাসাবাদে তার কথায় অসঙ্গতি পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়। ইডি সূত্রে খবর, আয়- ব্যয়ে অসঙ্গতি পাওয়া গেছে।
নিয়োগ দুর্নীতির টাকা শান্তনুর কাছে যেত বলে জানা গেছে। ২০ জানুয়ারি শান্তনুর বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল অ্যাডমিট কার্ডও।

