প্রাইমারি স্কুল শিক্ষিকা সুকন্যার বার্ষিক আয় কোটি টাকা, বিপুল আয়ের উৎস কি?
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গুরু পাচার মামলায় এই মুহূর্তে দিল্লিতে ইডি হেফাজতে রয়েছেন অনুব্রত মণ্ডল। অনুব্রত মন্ডলের বিরুদ্ধে ৩৫ পাতার চার্জশিট পেশ করেছে সিবিআই। তাতে অনুব্রত কন্যা সুকন্যার বাৎসরিক আয় চোখে পড়ার মতো। লাফিয়ে লাফিয়ে লাফিয়ে বেড়েছে তার সম্পত্তি। পেশায় প্রাইমারি স্কুল শিক্ষিকা সুকন্যা। তার এত পরিমাণ আয়ের উৎস কি?
সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১২-১৩ আর্থিক বছরে সুকন্যার আয় ছিল ৩ লাখ ১০ হাজার টাকা। পরের বছর তা বেড়ে হয় সাড়ে ৮ লাখ। তার পরের বছর ১০ লাখের সামান্য বেশি। ২০১৫-১৬ আর্থিক বছরে বার্ষিক আয় এক লাফে বেড়ে হয় ৪৯ লাখ ৩২ হাজার টাকা।
২০১৮-১৯ সালে সুকন্যার আয় বেড়ে হয় ১ কোটি ২৯ লাখ টাকা। ১৯-২০ সালে ১ কোটি ৪৫ লাখ টাকা। ২১-২২ সালে ৯২ লাখ ৯৭ হাজার টাকা।
মেয়ের পাশাপাশি অনুব্রতর স্ত্রীর আয়ও চোখে পড়ার মতো। পেশায় গৃহকর্ত্রী ছবি মন্ডলের ২০১২-১৩ সালে বার্ষিক আয় সাড়ে ৪ লাখ টাকা। ২০১৪-১৫ সালে আয় ৬২ লাখ টাকা। ১৬-১৭ সালে আয় ৯৫ লাখ টাকা। ১৭-১৮ এবং ১৯-২০ সালে আয় করেছেন প্রায় ৭৩ লাখ টাকা করে।
অনুব্রত ও সুকন্যার অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। সিবিআইয়ের দেওয়া তথ্য অনুযায়ী, করোনাকালীন সময়ে মানুষজনের যখন রুটি-রুজির টান চলছে, তখন অনুব্রত কন্যার বাৎসরিক আয় ২ কোটি টাকারও বেশি।
পেশায় স্কুল শিক্ষিকা সুকন্যা মণ্ডলের এই বিপুল পরিমাণ সম্পত্তির কিভাবে হল? কোথা থেকে এল এই কোটি কোটি টাকা? নেপথ্যে কি গরু পাচারের টাকা? খতিয়ে দেখতে সুকন্যাকেও দিল্লিতে তলব করেছে ইডি। মেয়ে-বাবাকে মুখোমুখি বসিয়ে জেরা করতে চাইছে ইডি।

