নেপালের নয়া প্রেসিডেন্ট নির্বাচিত রামচন্দ্র পাউডেল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাম চন্দ্র পাউডেল নেপালের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। নেপালের নির্বাচন কমিশন জানিয়েছে, পাউডেল ৩৩ হাজার ৮০২টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন এবং তার প্রতিদ্বন্দ্বী সুবাস চন্দ্র নেম্বওয়াং ১৫ হাজার ৫১৮টি ইলেক্টোরাল ভোট পেয়েছেন।
ফেডারেল পার্লামেন্টের ৩৩ জন সদস্য ভোটদানে অংশ নিয়েছিলেন। পরবর্তী রাষ্ট্রপতি বাছাই করার জন্য প্রাদেশিক অ্যাসেম্বলি থেকে ৫১৮ জন সদস্যও নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছিলেন।
কাঠমান্ডুর নতুন বানেশ্বরে নেপালের সংসদ ভবনে এই ভোটগ্রহণ হয়।

