Tuesday, November 25, 2025
রাজ্য​

‘হিন্দিটা ঠিক আসে না আমার’, জেরার সময় ইডিকে জানালেন অনুব্রত মন্ডল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মঙ্গলবার দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মন্ডলকে। সেখানে দফায় দফায় তাকে জেরা করছেন ইডি আধিকারিকরা। তবে জানা গেছে, বাংলাতেই উত্তর দিচ্ছেন অনুব্রত মন্ডল। এক আধিকারিক তাকে হিন্দিতে বলতে বললে অনুব্রত বলেন, তিনি হিন্দি বলতে পারেন না।

ইডি সূত্রে খবর, জনৈক আধিকারিক অনুব্রত মণ্ডলের মুখে অনর্গল বাংলায় উত্তর শুনে তাকে বলেন, “থোড়া হিন্দিমে বলিয়ে”। জবাবে অনুব্রত বলেন, “আমি হিন্দি জানি না, বুঝিও না। গ্রামের মানুষের স্বার্থে মেঠো রাজনীতি করেছি তাই যা বলার বাংলাতেই বলব।”

যার ফলে জিজ্ঞাসাবাদ করতে কিছুটা অসুবিধা পোহাতে হচ্ছে ইডি আধিকারিকদের। সূত্রের খবর, দুজন বাঙালি আধিকারিককে দিয়েই গোটা জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া চলছে।