গোরক্ষনাথ মন্দিরে হোলি খেললেন যোগী আদিত্যনাথ
কলকাতা ট্রিবিউন ডেস্ক: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মঙ্গলবার গোরক্ষপুর জেলার গোরক্ষনাথ মন্দিরে হোলি উৎসবে সামিল হন। তিনি বলেন, সবাই একসাথে রঙের উৎসব উদযাপন করছে এবং কোনও জাত বা শ্রেণী বা আঞ্চলিক বিভেদ নেই।’
তিনি বলেন, “আমি সবাইকে হোলির শুভেচ্ছা জানাই। হোলি সর্বদা আমাদের মনে কারো প্রতি কোনো প্রকার ঘৃণা বা হিংসা না রাখার জন্য অনুপ্রাণিত করে। এমন কিছু ঘটনা আছে যখন আমাদের সবকিছুই জাতির জন্য উৎসর্গ করা হয় – এই উৎসবগুলো আমাদের সেই অনুপ্রেরণা জোগায়। এখানে কোন জাতি বা শ্রেণী বা আঞ্চলিক বিভাজন নেই। সবাই মিলে হোলি উদযাপন করছেন। ঐক্যের বার্তা দেওয়ার এর চেয়ে বড় উপলক্ষ আর কী হতে পারে?”
হোলির উৎসব মানবতার চেতনা উদযাপন করে ভারতীয় উপমহাদেশে শীতের পরে বসন্তের সূচনা করে। উৎসবটি মন্দের উপর ভালোর বিজয়কে চিহ্নিত করে এবং দুটি দিনে উদযাপিত হয় – হোলিকা দহন এবং হোলি খেলা।
বুধবার মথুরা জেলার বৃন্দাবনের বিহারী মন্দিরে হোলি উপলক্ষে প্রার্থনা করতে ভক্তরা ভিড় করেছিলেন।

