Monday, January 26, 2026
আন্তর্জাতিক

পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৯ পুলিশকর্মী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পাকিস্তানে ফের পুলিশের উপর ভয়াবহ হামলা। আত্মঘাতী বোমা হামলায় নিহত ৯ পুলিশকর্মী। আহত হয়েছেন ১১ জন। ঘটনাটি ঘটেছে পাকিস্তানের বালুচিস্তানে। বিস্ফোরণের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

সোমবার বালুচিস্তানের রাজধানী কোয়েটা থেকে প্রায় 160 কিলোমিটার পূর্বে অবস্থিত সিবি শহরে এই হামলার ঘটনা ঘটেছে। আত্মঘাতী হামলাকারী তার মোটরসাইকেল নিয়ে পুলিশ বাড়িতে ধাক্কা মেরে বিস্ফোরণ ঘটায়।

কোনো জঙ্গি গোষ্ঠী এখনও এই হামলার দায় স্বীকার করেনি। তবে এই ঘটনার পিছনে পাক জঙ্গি সংগঠন তেহরিক-ই তালিবান পাকিস্তানের (টিটিপি) হাত রয়েছে বলে মনে করছে প্রশাসন।

এর আগে গত বছরের এপ্রিলে করাচি বিশ্ববিদ্যালয়ের চিন-নির্মিত কনফুসিয়াস ইনস্টিটিউটের কর্মীদের বহনকারী মিনিবাসে হামলায় বোরকা-পরা বালুচ মহিলা আত্মঘাতী বোমা হামলায় তিন চিনা নাগরিক (শিক্ষক) সহ চারজন নিহত হয়েছিলেন।

বালুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) ওই হামলার দায় স্বীকার করেছিল, পাকিস্তানের মিত্র চিনের বিরুদ্ধে গত বছরের প্রথম বড় হামলা ছিল এটি।