অনুব্রতকে কলকাতায় পৌঁছে দিতে হবে পুলিশকেই, ইডি নিয়ে যাবে দিল্লিতে, নির্দেশ সিবিআই আদালতের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: অবশেষে গরু পাচার মামলায় অভিযুক্ত অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়া নিয়ে টানাপোড়েনের অবসান। অনুব্রত তার দিল্লি যাওয়া আটকাতে কোনও চেষ্টারই ত্রুটি রাখেননি। কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হলো। সোমবার সিবিআইয়ের বিশেষ আদালত সাফ জানিয়ে দিল, অনুব্রত মণ্ডলকে কলকাতায় পৌঁছে দিতে হবে রাজ্যের পুলিশকেই। তারপর সেখান থেকে তাকে দিল্লি নিয়ে যাবে ইডি।
উল্লেখ্য, শনিবার অনুব্রত মন্ডলকে দিল্লি যাওয়ার অনুমতি দেয় আদালত। তবে তারপরেও টালবাহানা অব্যাহত থাকে। তাকে নিরাপত্তা দিয়ে এগিয়ে দিতে অপারগতা প্রকাশ করে আসানসোল পুলিশ। এরপরেই সোমবার কড়া নির্দেশ সিবিআই আদালতের।
সোমবার আসানসোলের সিবিআইয়ের বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী নির্দেশ দেন, আসানসোল পুলিশ অনুব্রতকে কলকাতায় পৌছে দেবেন। সেখানে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনও হাসপাতালে অনুব্রতের চেকআপ হবে। ‘ফিট সার্টিফিকেট’ মিললে ওখানেই অনুব্রতকে ইডির হাতে তুলে দেওয়া হবে। এরপর বিমানে করে অনুব্রতকে দিল্লি নিয়ে যাবে ইডি।

