Monday, January 26, 2026
রাজ্য​

বাসে উঠে স্কুলের স্যারকে মারধর, অভিযুক্ত দশম শ্রেণির ছাত্র মুস্তাকিন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শিক্ষককে হুমকি, তারপরে রীতিমতো বাস থামিয়ে স্যারকে মারধর। ন্যাক্কারজনক এই ঘটনাটি ঘটেছে দীঘার দেবেন্দ্র লাল জগবন্ধু উচ্চ শিক্ষা বিদ্যালয়ের গণিতের শিক্ষক নন্দ গোপাল পাত্রের সঙ্গে। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নেটিজেনরা।

অভিযোগ, মুস্তাকিন নামে দশম শ্রেণির এক ছছাত্র নন্দবাবুকে হেনস্থা করে এবং হুমকি দেয়। শুধু তাই নয়, ছাত্রীদের উত্যক্ত করার অভিযোগও উঠেছে অভিযুক্ত ওই ছাত্রের বিরুদ্ধে।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, অভিযুক্ত মুস্তাকিন সরাসরি হুমকি দিচ্ছে শিক্ষকদের। তার হুমকি স্কুলের বাইরে বেরোলেই শিক্ষকরা সুরক্ষিত নয় মোটেই।

মুস্তাকিনকে আরও বলতে শোনা যায়, স্কুলের বাইরে গোটা এলাকা তার। তাই সেখান থেকে বেরোলে সমস্যায় পড়তে হবে শিক্ষকদের। পরবর্তীকালে ওই শিক্ষক যখন বাড়ি ফিরছিলেন তখন তাকে মারধর করা হয়।

জানা যায়, স্কুল ছুটির পর বাসে করে বাড়ি ফিরছিলেন নন্দবাবু। বাস দাঁড় করিয়ে বাসে উঠে নন্দবাবুকে মারধর করা হয়।

এই ঘটনায় স্কুলে মিটিং বসে। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানানো হয়েছে। নিরাপত্তার জন্য স্কুলে পুলিশ মোতায়েন করা হয়েছে।