Monday, January 26, 2026
দেশ

কুখ্যাত জঙ্গি বশির আহমেদের সম্পত্তি বাজেয়াপ্ত করলো এনআইএ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মারা গেলেন কাশ্মীরের কুখ্যাত জঙ্গি বশির আহমেদ পিয়ার। পাকিস্তানে দুষ্কৃতীদের গুলিতে মৃত্যু হয়েছে তার। তার কাশ্মীরের কুপওয়াড়ার বাবাপোড়া গ্রামে‌র সম্পত্তি বাজেয়াপ্ত করলো এনআইএ (NIA)।

পাকিস্তানের রাওয়ালপিণ্ডিতে একটি দোকানের সামনে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা বশিরকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। তাতেই মৃত্যু হয় কুখ্যাত জঙ্গি বশিরের।

উল্লেখ্য, গত অক্টোবরে মাসে বশির আহমেদ পিয়ার ওরফে ইমতিয়াজ আলমকে কুখ্যাত জঙ্গি হিসেবে ঘোষণা করে ভারত সরকার। বশির হিজবুল মুজাহিদিনের সক্রিয়।

ভারতে জঙ্গিদের অনুপ্রবেশ, জঙ্গিদের প্রশিক্ষণ এবং কাশ্মীরে বেআইনি অস্ত্রশস্ত্রের যোগানে বশির আহমেদ প্রধান ভূমিকা গ্রহণ করতেন।