বাংলাদেশে আহমদিয়া মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠানে শিয়া ও সুন্নিদের হামলা, নিহত ২, আহত শত শত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের পঞ্চগড়ে আহমদিয়া মুসলিমদের ধর্মীয় অনুষ্ঠান হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনাকে কেন্দ্র করে সংগঠিত সহিংসতায় ২ জন নিহত ও শত শত মানুষ আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি বাড়ানো হয়েছে। টহল দিচ্ছে পুলিশ, র্যাব ও বিজিবির সদস্যরা।
পঞ্চগড়ের দুটি গ্রামে আহমদিয়া সম্প্রদায়ের কয়েক হাজার মানুষের বসতি রয়েছে। গত কয়েক বছর ধরে তারা পঞ্চগড়ের আহমদনগরে তাদের বাৎসরিক ধর্মীয় সমাবেশ করে আসছেন। গত বছরেও এখানে তাদের সমাবেশ হয়েছে।
শুক্রবার থেকে তাদের তিনদিনব্যাপী সালানা জলসা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। এটা ছিল আহমদিয়াদের ৯৮তম জলসা, যেখানে সারা দেশে থেকে এই সম্প্রদায়ের ব্যক্তিরা অংশ নেন।
সুন্নি মুসলিমদের অনেকে আহমদিয়াদের ‘অমুসলিম’ মনে করেন। হেফাজতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশসহ সুন্নি মতাদর্শে বিশ্বাসী বেশ কিছু সংগঠন শুরু থেকেই দাবি জানিয়ে আসছে পাকিস্তান যেভাবে আহমদীয়া সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে, সাংবিধানিকভাবে অমুসলিম ঘোষণা করেছে, বাংলাদেশেও যেন সেটা করা হয়।
আহমদিয়া সম্প্রদায় তাদের কোন ধর্মীয় সমাবেশ বা অনুষ্ঠানের আয়োজন করলে তাতে বাধা দেয়া বা হামলার অভিযোগ ওঠে। এর আগেও পঞ্চগড়ে এরকম হামলার ঘটনা ঘটেছে।
মুসলিমদের মধ্যেই একটি অংশ হলো এই আহমদিয়া সম্প্রদায়। আহমদিয়া সম্প্রদায়ের কিছু ধর্মীয় বিশ্বাস নিয়ে সুন্নি মুসলিমদের প্রবল আপত্তি আছে। ফলে ইসলামের অন্য দল উপদলগুলো আহমদিয়াদের অমুসলিম মনে করে।
শুক্রবার জুম্মার নামাজের পর এসব সংগঠনের ব্যানারে শত শত লোকজন মহাসড়ক অবরোধ করে এবং শহরের সড়ক গুলোয় বাঁশ ফেলে বন্ধ করে দেয়। একই সময় আহমদিয়া সম্প্রদায়ের লোকজনের বাড়িঘরে হামলা, অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়।
ইটপাটকেল নিয়ে বিক্ষোভকারীদের পুলিশ বাধা দিলে পুলিশের সঙ্গে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। তারা শহরের ধাক্কামারা এলাকায় ট্রাফিক পুলিশের একটি কার্যালয়ও পুড়িয়ে দেয়।
আহমদিয়া সম্প্রদায়ের সদস্য মাহমুদ আহমাদ সুমন বিবিসি বাংলাকে বলছেন, ‘’আমাদের প্রায় ৮০টি বাড়িঘরে অগ্নিসংযোগ এবং ভাংচুর করা হয়েছে। সবার মধ্যে আতঙ্ক আছে, যদি আবার এসে হামলা করে। বাড়িঘরে থাকতে নিরাপদ বোধ করছে না। আর বাড়িঘরে আগুন আর ভাঙচুর করার কারণে সেখান থাকার মতো পরিস্থিতিও নেই।‘’
ঢাকা, ব্রাহ্মণবাড়িয়ায়, রাজশাহী, শেরপুর, নাটোর, কুষ্টিয়া, সাতক্ষীরা,টাঙ্গাইল, গাজীপুরসহ বিভিন্ন স্থানে আহমদীয়া সম্প্রদায়ের ওপর একাধিক হামলা চালানো হয় বলে বিভিন্ন সময় বলে গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে।
তথ্যসূত্র: বিবিসি বাংলা

