Monday, January 26, 2026
কলকাতা

‘মমতাকে না সরানো পর্যন্ত মাথায় চুল রাখবো না’, মস্তক মুণ্ডন করে প্রতিজ্ঞা করলেন কৌস্তভ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শনিবার বিকালে জামিন পেয়েছেন কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচী (Koustav Bagchi)৷ জামিন পাওয়ার পরে বিরাট বড়সড় প্রতিজ্ঞা করে বসলেন তিনি। জানালেন, ‘মমতাকে না সরানো পর্যন্ত মাথায় চুল রাখবো না’।

উল্লেখ্য, রাত ৩ টের সময় তাঁকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ। ১০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন কৌস্তভ। তার হয়ে সওয়াল করেন ১০০ আইনজীবী।

জামিন পেয়েই আদালত চত্বর থেকে মমতাকে হটানোর হুঁশিয়ারি দেন কৌস্তভ। তিনি বলেন, ‘এখনই আমি মাথার চুল কামাবো। যতদিন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে উৎখাত করতে পারব, ততদিন মাথায় চুল রাখব না৷’ এরপরই আদালত চত্বরেই নাপিত ডেকে মাথা ন্যাড়া করেন।

কৌস্তভ আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের রাতের ঘুম কেড়ে নেবো। আরও কঠিন লড়াই আসছে। আদালতের লড়াইয়ে নাস্তানাবুদ করবো। এটা স্বৈরাচারের বিরুদ্ধে গণতন্ত্রপ্রেমী মানুষের জয়।’