‘টিউশন পড়িয়েছি, দু’টাকারও কারও থেকে নেয়নি’, নিজের সংগ্রামের কথা জানালেন হৈমন্তী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের নাম সামনে নিয়ে এসেছেন। এরপর থেকে তোলপাড় রাজ্য রাজনীতি। টিভি নাইন বাংলার ম্যানেজিং এডিটর অমৃতাংশু ভট্টাচার্যর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে হৈমন্তী বলেন, ‘আগে আমি সংবাদের চ্যানেলে তেমন নজর রাখতাম না, তবে এখন বেশি করে চোখ রাখছি।’
TV9 বাংলাকে হৈমন্তী জানান, ‘আমি বরাবরই খুব ইন্ডিপেন্ডেন্ট। আমি নিজে কাজ করেছি, টিউশন পড়িয়েছি। অনেক কিছুই করেছি। আমি ছোট থেকেই, স্কুল জীবন-কলেজ জীবন থেকেই টুকটাক কিছু কাজ করতে থাকতাম। আমার বিশেষ প্রয়োজন না হলে কারও থেকে দু’টাকারও সাহায্য নিই না। আমি নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য কারো থেকে সাহায্য নিয়েছি, এমন কোনওদিনই হয়নি। আমি চাইনি কেউ বলুক, যে আমি কারও সাহায্য নিয়ে বড় হয়েছি। আমি সবসময় চেয়েছি, আমি যেন নিজের যোগ্যতা প্রমাণ করে বড় হতে।’

