পাকিস্তানকে হারিয়ে পুরুষদের বিশ্ব জুনিয়র কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত
কলকাতা ট্রিবিউন ডেস্ক: পুরুষদের বিশ্ব জুনিয়র কাবাডি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসরে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছালো ভারত। ফাইনালে ভারতের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন ইরান।
এদিন পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত শুরু করে ভারত। দুই টাচপয়েন্টের পাশাপাশি বোনাস পেয়ে ভারতকে গুরুত্বপূর্ণ লিড এনে দেন নরেন্দর। শুরুর কয়েক মিনিটের মধ্যেই ডিফেন্স থেকে বেশ কিছু পয়েন্ট লিক হয়ে যায়, কিন্তু অধিনায়ক অঙ্কুশ রাথি এগিয়ে গিয়েও দলকে এগিয়ে দেন।
খেলার প্রথমার্ধে পাকিস্তান একটি রিভিউ হারায় এবং ভারত সুযোগটি কাজে লাগিয়ে প্রথমে ১২-৯ থেকে ১৯-১২ পয়েন্ট করে। দ্বিতীয়ার্ধে ভারতকে আর পিছনে ফিরে তাঁকাতে হয়নি। শেষ পর্যন্ত পাকিস্তানকে ৪৬ পয়েন্টের (৭৫-২৯) বিশাল ব্যবধানে হারায় ভারত।

