গো-হত্যা বন্ধ করতে সদর্থক পদক্ষেপ নেওয়া উচিত কেন্দ্রের: এলাহাবাদ হাইকোর্ট
কলকাতা ট্রিবিউন ডেস্ক: গো-হত্যা বন্ধ করতে সদর্থক পদক্ষেপ নেওয়া উচিত কেন্দ্রের। সম্প্রতি এমনই মন্তব্য করেছে এলাহাবাদ হাইকোর্ট। পাশাপাশি, বলা হয়েছে, বাঘ নয়, গরুকে জাতীয় পশু ঘোষণা করুক কেন্দ্র।
সম্প্রতি গো-হত্যা প্রতিরোধ আইনে মহম্মদ আবদুল খালিক নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ। খালিকের কাছ থেকে গো-মাংস উদ্ধার করা হয়। জামিনের জন্য এলাহাবাদ হাইকোর্টের লখনউ বেঞ্চে আবেদন করেন খালিক। তবে জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।
বিচারপতি শামিম আহমেদ বলেন, “গরুর প্রতি হিন্দুদের বিশ্বাস রয়েছে। গরুকে সবচেয়ে পবিত্র প্রাণী বলে মনে করেন তাঁরা। গরুকে হিন্দুরা ঈশ্বরের প্রতিনিধি হিসেবেও গণ্য করেন। হিন্দু ধর্ম অনুসারে, গরুর মধ্যে ৩৩ ধরনের দেব-দেবীর অধিষ্ঠান রয়েছে। গরুর পা থেকে সমস্ত জ্ঞান আহরণ করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ।”
তবে এবারই প্রথম নয়, বছর দুয়েক আগে ২০২১ সালে এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখরকুমার যাদবও গরুকে জাতীয় পশু হিসেবে ঘোষণা করার কথা বলেছিলেন।

