‘নাবালিকাদের জোর করে ইসলাম গ্রহণে বাধ্য করা হয়’, রাষ্ট্রসংঘে পাকিস্তানকে তোপ ভারতের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের রাষ্ট্রসংঘে একাধিক ইস্যুতে পাকিস্তানকে তুলোধনা করল ভারত। শুক্রবার মানবাধিকার পরিষদে পাকিস্তানের কড়া সমালোচনা করে ভারতের প্রতিনিধি সীমা পুজানি বলেন, ‘পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুরা স্বাধীনভাবে বাঁচতে পারে না। নাবালিকাদের জোর করে ইসলাম গ্রহণে বাধ্য করা হয়। হিন্দু ও শিখদের ধর্মস্থলে হামলা হয়। নিজের ধর্মপালনের জন্য আহমেদিয়া সম্প্রদায়কে নিপীড়ন করা হয়। বালোচদের উপর অত্যাচার করা হয়। গোটা বিশ্বে হাজার হাজার সাধারণ মানুষের মৃত্যুর জন্য পাকিস্তান দায়ী। ধর্মীয় অবমাননা আইনের নামে খ্রিস্টানদের নিশানা করা হয়।’
পাকিস্তানের সিন্ধ প্রদেশে জোর করে ধর্মান্তকরণের ঘটনার খবর প্রায়ই সামনে আসে। হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়, মহিলাদের উপর অকথ্য নির্যাতন করা হয়। শিশুরাও বাদ পড়ে না এসবের হাত থেকে।
গত বছর ১৮ বছরের তরুণী পূজা কুমারীকে গুলি করে খুন করা হয়। তারপর তাঁর দেহ ছুঁড়ে ফেলে দেওয়া হয় রাস্তায়। অভিযোগ, ওয়াহিদ বক্স লাশারি নামে একজন পূজাকে ধর্মান্তরিত করে বিয়ে করতে চেয়েছিল। তাতে রাজি না হওয়াতেই খুন করা হয় পূজাকে। এই ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছিল পাকিস্তান।

