‘কাশ্মীর ভারতের অংশ ছিল, আছে এবং চিরকালই থাকবে’, রাষ্ট্রসংঘে কড়া জবাব ভারতের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আন্তর্জাতিক মঞ্চে ফের পাকিস্তানকে তুলোধনা করলো ভারত। রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে শুক্রবার ভারতের প্রতিনিধি সীমা পুজানি বলেন, “জম্মু-কাশ্মীর নিয়ে OIC-র অযাচিত মন্তব্য আমরা অগ্রাহ্য করছি। জম্মু-কাশ্মীর এবং লাদাখ ভারতের অংশ ছিল, আছে এবং চিরকালই থাকবে। উল্টে বেআইনিভাবে ভারতের এলাকা দখল করে রেখেছে পাকিস্তান।”
উল্লেখ্য, সম্প্রতি জম্মু-কাশ্মীর নিয়ে বিরূপ মন্তব্য করেন তুরস্কের প্রতিনিধি। তাঁর মন্তব্যকে সমর্থন জানায় Organisation of Islamic Cooperation বা OIC। তার জবাবেই রাষ্ট্রসংঘে কড়া জবাব দেন ভারতের প্রতিনিধি সীমা পূজানি।

