Tuesday, December 16, 2025
রাজ্য​

বেকারত্বে দেশের মধ্যে চতুর্থ স্থানে পশ্চিমবঙ্গ, দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা

নয়াদিল্লি: করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল ভারতের অর্থনীতি। বিভিন্ন পরিসংখ্যানে এমনই চিত্র সামনে এসেছে। এপ্রিলে আবার বেড়েছে বেকারত্বের হার। গত বছরের ডিসেম্বরের পর সবচেয়ে বেশি। মূল্যায়ন সংস্থা সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি বা সিএমআইই-য়ের (CMIE) পরিসংখ্যান বলছে, মে মাসে সবথেকে বেশি বেকারত্ব বেড়ে গিয়েছিল। এই সময় বেকারত্বের হার প্রায় ১১.৯০ শতাংশ বেড়ে যায়। শহরে বেকারত্বের হার ছিল প্রায় ১৪.৭৩ শতাংশ। অন্যদিকে, গ্রামে ১০.৬৩ শতাংশ।

Month Unemployment Rate (%)
India Urban Rural
Jun 2021 9.17 10.07 8.75
May 2021 11.90 14.73 10.63
Apr 2021 7.97 9.78 7.13
Mar 2021 6.50 7.27 6.15
Feb 2021 6.89 6.99 6.85
Jan 2021 6.52 8.09 5.81
Dec 2020 9.06 8.84 9.15
Nov 2020 6.50 7.07 6.24
Oct 2020 7.02 7.18 6.95
Sep 2020 6.68 8.45 5.88
Aug 2020 8.35 9.83 7.65
Jul 2020 7.40 9.37 6.51

ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, জুনে ভারতে বেকারত্বের হার ছিল ৯.১৭ শতাংশ। শহরে বেকারত্বের হার ১০.০৭ শতাংশ এবং গ্রামে ৮.৭৫ শতাংশ। বর্তমানে বেকারত্বের হার কমে দাঁড়িয়েছে ৭.১৭ শতাংশে। শহরে বেকারত্বের হার ৮.৩৫ শতাংশ এবং গ্রামে বেকারত্বের হার ৬.৬৩ শতাংশ।

CMIE জানিয়েছে, বেকারত্ব বাড়ছে রাজ্যে রাজ্যে লকডাউন ও বিধিনিষেধের জন্য। কঠিন এই পরিস্থিতিতে কাজ খোঁজাই বন্ধ করে দিয়েছেন অনেকে। বিশ্লেষকেরা বলছেন, অর্থনীতি এই মুহূর্তে বড়সংখ্যক মানুষকে চাকরি দেওয়ার মতো অবস্থায় নেই।

এই মুহূর্তে দেশের মধ্যে সবচেয়ে বেশি বেকারত্বের সমস্যায় ভুগছে কেন্দ্র শাসিত পন্ডিচেরি (৪৭.১ শতাংশ), তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে হরিয়ানা (২৭.৯ শতাংশ), তৃতীয় স্থানে রয়েছে রাজস্তান (২৬.২ শতাংশ)। বেকারত্বের তালিকায় দেশের মধ্যে চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ (২২.১ শতাংশ)।

এক নজরে দেখে নিন পূর্ণাঙ্গ তালিকা:

Unemployment Rate (%)
States (India) June 2021
Andhra Pradesh 7.5
Assam 0.6
Bihar 10.5
Chhattisgarh 2.6
Delhi 8.8
Goa 17.7
Gujarat 1.8
Haryana 27.9
Himachal Pradesh 16.3
Jammu & Kashmir 10.6
Jharkhand 12.8
Karnataka 5.6
Kerala 15.8
Madhya Pradesh 2.3
Maharashtra 4.4
Meghalaya 2.8
Odisha 3.5
Puducherry 47.1
Punjab 8.2
Rajasthan 26.2
Sikkim 0.0
Tamil Nadu 8.3
Telangana 4.8
Tripura 9.6
Uttar Pradesh 4.3
Uttarakhand 4.8
West Bengal 22.1

অর্থনীতিবিদদের মতে, রাজ্যে রাজ্যে বিধিনিষেধ, লকডাউনের জেরেই এই পরিস্থিতি। লকডাউন উঠে গেলে ফের দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবে বলে মনে করছে ক্রেডিট সুসি। চলতি অর্থবর্ষে ভারতের প্রবৃদ্ধির হার ৮ দশমিক ৫ শতাংশ থেকে ৯ শতাংশ হতে পারে বলে মনে করছে তাঁরা। – CMIE

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।