Tuesday, December 16, 2025
দেশ

করোনার বিরুদ্ধে আশার আলো যোগ ব্যায়াম: প্রধানমন্ত্রী

নয়াদিল্লি: আজ, সোমবার বিশ্ব যোগ দিবস। প্রধানমন্ত্রী হিসেবে এবছর সপ্তমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন নরেন্দ্র মোদী। করোনাকালে প্রধানমন্ত্রীর ভাষণের মূল উপজীব্য বিষয় হল- সুস্বাস্থ্যের জন্য যোগ ব্যায়াম।

এদিন প্রধানমন্ত্রী তাঁর ভাষণে বলেন, আজ গোটা বিশ্ব যখন করোনা মহামারির বিরুদ্ধে লড়াই করছে, তখন যোগ ব্যায়াম একটি আশার আলো হয়ে উঠেছে। যোগ ব্যায়াম আত্ম-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করে, এটি মানুষের মনে করোনার বিরুদ্ধে লড়াইয়ের বিশ্বাস জাগিয়ে তুলতে পারে। করোনার প্রথম সারির যোদ্ধারাও যোগ ব্যায়ামকে করোনার বিরুদ্ধে লড়াইয়ের হাতিয়ার বানিয়েছেন।


মোদী বলেন, চিকিৎসকরাও এখন রোগীদের সুস্থ করতে যোগ ব্যায়ামের পরামর্শ দিচ্ছেন। হাসপাতালে চিকিৎসক, নার্সরা অনুলোম বিলোম শেখানোর দৃশ্যও দেখা গিয়েছে। বিশ্বমানের বিশেষজ্ঞরা বলেছেন, এই ধরনের অনুশীলনগুলি শ্বাস-প্রশ্বাসের প্রক্রিয়াকে আরও ভালো করে তোলে।

প্রধানমন্ত্রী বলেন, যোগা মানসিক চাপকে শক্তিতে বদলে দেয়। নেতিবাচক মনোভাব থেকে সৃজনশীলতায় রুপান্তরিত করে। হতাশা কাটিয়ে জীবনে আনন্দ বয়ে আনে। আর আনন্দ থেকে প্রসাদ। সুখী জীবনের পথ দেখায় যোগা। জনমানসের স্বাস্থ্যসচেতনতা প্রকল্পে রোগপ্রতিরোধকারীর ভূমিকা পালন করে যোগা।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।