Tuesday, December 16, 2025
দেশ

উত্তরপ্রদেশে বিজেপির সহ-সভাপতি পদে মোদী ঘনিষ্ঠ প্রাক্তন আমলা

লখনউ: সামনের বছরই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। তার আগেই বড়সড় রদবদল। উত্তরপ্রদেশ বিজেপির সহ সভাপতি করা হলো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘনিষ্ঠ প্রাক্তন আইএএস অফিসার এ কে শর্মাকে। বর্তমানে যোগী রাজ্যের বিধান পরিষদেরও সদস্য তিনি। আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে জল্পনা ছড়িয়েছিল ১৯৮৮ সালের ব্যাচের গুজরাট ক্যাডারের এই প্রাক্তন আইএএস অফিসারকে যোগী মন্ত্রিসভায় নিয়ে আসা হতে পারে। কিন্তু মন্ত্রী নয়, উত্তরপ্রদেশ বিজেপির সহ সভাপতি করা হলো তাকে।

স্বেচ্ছা অবসর নেওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে বিজেপিতে যোগদান করেন এ কে শর্মা।  তিনি উত্তর প্রদেশের মাউ জেলার বাসিন্দা। গুজরাট কর্মরত থাকাকালীন সময়ে নরেন্দ্র মোদির আস্থাভাজন এবং ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি।

প্রসঙ্গত বলে রাখি, কেন্দ্রের মোদী সরকার ঠিক করেছে, উত্তরপ্রদেশের ২০২২ সালের বিধানসভা নির্বাচন যোগী আদিত্যনাথের নেতৃত্বেই  লড়বে গেরুয়া শিবির। শনিবার দিল্লিতে দলের গুরুত্বপূর্ণ বৈঠকে ঠিক হয়েছে, উত্তরপ্রদেশে দলকে শক্তিশালী করতে রাজ্যের দলিত নেতাকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হবে। এছাড়া বড় পদ দেওয়া হবে উত্তরপ্রদেশের কোনও জাঠ নেতাকেও।

বিজিবি সূত্র আরো খবর, ফের যোগীর রাজ্যে যাবেন দলের সাংগঠনিক বিষয়ে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বি এল সন্তোষ। আগামী ২১ এবং ২২ জুন লখনউতে রাজ্যের মন্ত্রী এবং নেতাদের সঙ্গে বৈঠক করে আসন্ন বিধানসভা নির্বাচনে দলের কৌশল ঠিক করবেন তিনি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।