Wednesday, December 17, 2025
আন্তর্জাতিক

ফেসবুক ও ইন্সটাগ্রামে দু’বছরের জন্য নিষিদ্ধ ডোনাল্ড ট্রাম্প

নিউইয়র্ক: প্রাক্তন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ২ বছরের জন্য নিষিদ্ধ করলো ফেসবুক কর্তৃপক্ষ। গত জানুয়ারিতে ক্যাপিটল হিলে হিংসায় উস্কানিমূলক পোস্ট দেওয়ার জেরেই এই পদক্ষেপ বলে জানিয়েছে ফেসবুক। যার ফলে ২০২৩ সাল পর্যন্ত ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন না ট্রাম্প।

এক বিবৃতিতে ফেসবুক জানিয়েছে, ৬ জানুয়ারি থেকে ট্রাম্পের ফেসবুক ও ইন্সটাগ্রামের উপর এই বিধিনিষেধ কার্যকর হবে। তবে জনগণের নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি কমলে ট্রাম্পের উপর নিষেধাজ্ঞার মেয়াদ কমতে পারে।

ফেসবুকের গ্লোবাল অ্যাফেয়ার্স বিষয়ক ভাইস-প্রেসিডেন্ট নিক ক্লেগ বলেছেন, ট্রাম্প আমাদের নিয়মনীতি গুরুতর ভাবে লঙ্ঘন করেছেন, যা সর্বোচ্চ শাস্তির যোগ্য।

ক্যাপিটল হিলে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে ট্রাম্প টুইটার, ইউটিউব, স্ন্যাপচ্যাট, টুইচ এবং আরও কয়েকটি সামাজিক মাধ্যমে নিষিদ্ধ রয়েছেন। ২০২৪ সালে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন। তার আগেই আবার ফেসবুকে ফিরতে পারবেন ট্রাম্প।

এর আগে টুইটার কর্তৃপক্ষ ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট আজীবনের জন্যে ব্যান করে। ক্যাপিটল হিলে হিংসায় উস্কানি দেওয়ার জন্য, এই সিদ্ধান্ত নেয় টুইটার কর্তৃপক্ষ। এবার সেই পথেই হাঁটলো ফেসবুক কর্তৃপক্ষ। আজীবন না হলেও, ২ বছরের জন্য ট্রাম্পের ফেসবুক অ্যাকাউন্ট নিষিদ্ধ করল ফেসবুক।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।