Thursday, December 18, 2025
বিনোদন

১০০ জন বস্তিবাসীকে ভ্যাকসিনের ব্যবস্থা করে দিলেন ঋতাভরী

কলকাতা: করোনার দ্বিতীয় ধাক্কা মারাত্মক আকার ধারণ করেছে। প্রতিদিন মৃত্যুর সংখ্যাটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। এই পরিস্থিতিতে অনেকেই সাহায্যের জন্য এগিয়ে আসছেন। এবার টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী (Ritabhari Chakraborty)  ১০০ জন বস্তিবাসীকে করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করলেন।

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করে সেকথা জানিয়েছেন অভিনেত্রী। তিনি বলেন, তাঁর মা শতরূপা সান্যালের (Satarupa Sanyal) সঙ্গে ‘স্কাড’ (SKUD) নামে একটি এনজিও (NGO) চালান ঋতাভরী। স্কাডের পক্ষ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়।

ঋতাভরী জানিয়েছেন, বস্তির এই ১০০ জন জনকে করোনা টিকা নেওয়ার জন্য রাজি করানোই সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল। কিন্তু সেই চ্যালেঞ্জটা তাঁরা নিয়েছিলেন। এ জন্যে তাঁকে সাহায্য করেন তাঁর বন্ধু রাহুল দাশগুপ্ত বলে জানান অভিনেত্রী।

ঋতাভরী জানিয়েছেন, এই ১০০ জনের দ্বিতীয় ডোজ দেওয়া হয়ে গেলে তাঁরা আরও বেশি সংখ্যক মানুষকে টিকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন।

তবে এবারই প্রথম নয় এর আগেও একাধিকবার তাঁর মানবিক দিকটি দেখেছি আমরা। কখনও তিনি উৎসবের আনন্দ ভাগ করে নিয়েছেন ফুটপাতের শিশুদের সঙ্গে আবার কখনও তাঁকে দেখা গিয়েছে বিশেষভাবে সক্ষম শিশুদের পাশে। এবার করোনা সংকটে বস্তিবাসীর পাশে দাঁড়ালেন তিনি।

Somoresh Sarkar

গুরুদাস কলেজ থেকে সাংবাদিকতায় স্নাতক এরপর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। দীর্ঘ ৫ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার সঙ্গে জড়িত।