Tuesday, November 11, 2025
Latestরাজ্য​

২০০২ থেকে ২০২৫ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গে ভোটার বৃদ্ধি পেয়েছে ৬৭.২৮ শতাংশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হয়েছে। এদিকে চাঞ্চল্য ছড়িয়েছে নির্বাচন কমিশনের সর্বশেষ ভোটার পরিসংখ্যান ঘিরে। কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০০২ থেকে ২০২৫ সালের মধ্যে পশ্চিমবঙ্গে ভোটার বৃদ্ধির হার হয়েছে ৬৭.২৮ শতাংশ, যা জাতীয় গড়ের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। উদ্বেগজনক তথ্য হলো—এই বৃদ্ধির সবথেকে বেশি সীমান্তবর্তী জেলাগুলিতে।

🔶 সীমান্তবর্তী জেলায় অস্বাভাবিক বৃদ্ধি

নির্বাচন কমিশনের রিপোর্টে দেখা যাচ্ছে,

মালদহে ভোটার বৃদ্ধি হয়েছে ৯৫ শতাংশ,

জলপাইগুড়িতে ৮২ শতাংশ,

উত্তর ২৪ পরগনায় ৮৩ শতাংশ,

দক্ষিণ ২৪ পরগনায় ৭২ শতাংশ।

এমনকি উত্তর দিনাজপুরে ভোটার সংখ্যা বেড়েছে ১০৫ শতাংশ, অর্থাৎ দ্বিগুণেরও বেশি। অন্যদিকে, কলকাতায় একই সময়ে ভোটার বৃদ্ধি মাত্র ৪ শতাংশ।

🔶 সময়ভিত্তিক বৃদ্ধি: কার আমলে কতটা?

ভোটার বৃদ্ধির পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়—

২০০২–২০০৯: ভোটার বৃদ্ধি ১২%

২০০৯–২০১৭: বৃদ্ধি সর্বাধিক, ২১.৮%

২০১৭–২০২৫: বৃদ্ধি প্রায় ১২%

অর্থাৎ, ২০০৯ থেকে ২০১৭ সালের মধ্যেই ভোটার বৃদ্ধির হার সর্বাধিক হয়েছে—যে সময়ে বামফ্রন্টের অবসান ঘটিয়ে ক্ষমতায় আসে তৃণমূল।

🔶 বিজেপির অভিযোগ, অনুপ্রবেশই কারণ

বিজেপি দীর্ঘদিন ধরেই দাবি করে আসছে, সীমান্তবর্তী এলাকায় বাংলাদেশি অনুপ্রবেশকারীর সংখ্যা বেড়েছে, এবং সেই কারণেই ভোটার তালিকায় অস্বাভাবিক বৃদ্ধি দেখা যাচ্ছে। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, “শুভেন্দু অধিকারী বহুদিন ধরেই এই ইস্যুটি তুলে ধরছেন। SIR হচ্ছে এক্ষেত্রে প্রতিষেধক। জমিতে ওষুধ দিলে যেমন লুকিয়ে থাকা পোকা বেরিয়ে আসে, SIR শুরু হতেই সেই লুকোনো সত্য সামনে আসছে।”

🔶 রাজনৈতিক উত্তেজনা চরমে

এই তথ্য সামনে আসতেই রাজ্যের রাজনৈতিক তাপমাত্রা তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই রাস্তায় নেমে SIR-এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন, অভিযোগ করেছেন—এটি রাজ্যের ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র। অন্যদিকে, বিজেপি বলছে—“যারা বেআইনিভাবে তালিকায় ঢুকেছে, তাদের চিহ্নিত করতেই SIR।”