Tuesday, December 16, 2025
Latestআন্তর্জাতিক

India-Jordan: ভারত ও জর্ডানের মধ্যে ৫ টি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ৩৭ বছরের পর এই প্রথম কোনও ভারতীয় প্রধানমন্ত্রী পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সফরে জর্ডানে গেলেন। বর্তমানে জর্ডান সফরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জর্ডান সফর শেষে ইথিওপিয়া ও ওমান যাবেন মোদী। আম্মানের বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান জর্ডানের প্রধানমন্ত্রী জাফর হাসান।

সোমবার আম্মানে হুসেইনিয়া প্রাসাদে জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে একান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী মোদী। বৈঠকে গাজা পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হলেও সর্বাধিক গুরুত্ব পায় সন্ত্রাসবাদ দমনের বিষয়টি। পরে প্রতিনিধি পর্যায়ের বৈঠকেও এই ইস্যুতে দুই দেশের অভিন্ন অবস্থান স্পষ্ট হয়।

বৈঠকে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা ও নিরাপত্তা, সন্ত্রাসবাদ ও চরমপন্থা দমন, কৃষি ও সার, পর্যটন এবং প্রযুক্তি সহযোগিতাসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘ডিজিটাল প্রযুক্তি, পরিকাঠামো, সার শিল্প এবং মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে দু’দেশ একসঙ্গে কাজ করতে আগ্রহী।’

বৈঠকে ভারত ও জর্ডানের মধ্যে ৫টি গুরুত্বপূর্ণ সমঝোতা চুক্তি সই হয়। চুক্তিগুলি হল-

১) নবায়নযোগ্য শক্তিতে প্রযুক্তিগত সহযোগিতা

২) জলসম্পদ ব্যবস্থাপনা

৩) পেট্রা ও এলোরার মধ্যে সহযোগিতা

৪) সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি

৫) বৃহৎ জনসংখ্যার জন্য ডিজিটাল সমাধান ভাগাভাগি করার উদ্যোগ

বর্তমানে ভারত জর্ডানের তৃতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় ২.৮ বিলিয়ন ডলার। আগামী ৫ বছরে এই বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার প্রস্তাব দেন প্রধানমন্ত্রী মোদী।

সন্ত্রাসবাদ দমনে রাজা আবদুল্লাহর ভূমিকার প্রশংসা করেন প্রধানমন্ত্রী। পাশাপাশি গাজা পরিস্থিতিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জর্ডানের সক্রিয় ভূমিকাকেও গুরুত্ব দিয়ে উল্লেখ করেন মোদী। কূটনৈতিক মহলের মতে, এই সফর ভারত–জর্ডান সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে।