৩টি করোনার ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলছে, প্রত্যেক ভারতীয়কে দেওয়ার রূপরেখা তৈরি: প্রধানমন্ত্রী
নয়াদিল্লি: সপ্তমবার দিল্লির লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মারণ করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে এটিকে হারানোর বার্তা দিলেন নমো। শনিবার দেশের ৭৪ তম স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশে ভাষণে মোদী বলেন, দেশে ৩টি করোনার ভ্যাকসিন নিয়ে পরীক্ষা চলছে এবং এটি সফল হলে যাতে প্রত্যেক ভারতীয় এই ভ্যাকসিন সুবিধা পান তার জন্য রোডম্যাপ ইতিমধ্যেই প্রস্তুত।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে ভারতে ৩টি ভ্যাকসিন বিভিন্ন পর্যায়ে পরীক্ষা চলছে। বিজ্ঞানীরা এনিয়ে সবুজ সংকেত দিলেই আমরা এর উৎপাদন শুরু করব। আমরা এবিষয়ে নির্দিষ্ট পরিকল্পনা করে রেখেছি। এই ভ্যাকসিন কীভাবে প্রতিটি ভারতীয়ের কাছে সবচেয়ে কম সময়ে পৌঁছবে- তা নিয়ে আমরা একটি রোডম্যাপ প্রস্তুত করেছি।
পাশাপাশি, প্রধানমন্ত্রী এদিন ঘোষণা দেন, শ্রীঘ্রই একটি জাতীয় ডিজিটাল স্বাস্থ্য অভিযানের ঘোষণা করা হবে, যার মাধ্যমে প্রতিটি নাগরিক একটি স্বাস্থ্য আইডি কার্ড পাবেন। যতবার আপনি কোনও চিকিৎসক বা কোনও ওষুধের দোকানে যাবেন, ততবারই আপনার প্রোফাইলে থাকা এই কার্ডটিতে সমস্ত বিষয়গুলো নথিভুক্ত হয়ে থাকবে। এই কার্ডটির ফলে আপনার নিজের স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শের জন্য চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ওষুধ গ্রহণের পরামর্শ পর্যন্ত সব কিছুই এটিতে নথিভুক্ত থাকবে।
করোনা যোদ্ধাদের প্রতি প্রণাম ও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমরা এক অদ্ভুত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি। করোনা আতঙ্কের কারণেই আজ আমরা লালকেল্লার এই অনুষ্ঠানে কোনও শিশুকে দেখতে পাচ্ছি না। পুরো জাতির পক্ষ থেকে, আমি সমস্ত করোনা যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই। স্বাস্থ্যকর্মী থেকে চিকিৎসক এবং নার্সরা, প্রত্যেকে জাতির সেবায় অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। ১৩০ কোটি ভারতবাসী এক সঙ্গে লড়াই করে করোনাকে হারাবই।