Tuesday, December 16, 2025
দেশ

পাবজি, লুডো ওয়ার্ল্ড-সহ ২৭৫টি অ্যাপ নিষিদ্ধ করতে চলেছে ভারত

নয়াদিল্লি: গত ২৯ জুন প্রথম দফার ডিজিটাল স্ট্রাইকে ভারত সরকার ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করেছে। দ্বিতীয় দফায় নিষিদ্ধ করা হয়েছে ৪৭টি চিনা অ্যাপ। এবার তৃতীয় ডিজিটাল স্ট্রাইকে জনপ্রিয় মোবাইল অ্যাপ পাবজি, লুডো ওয়ার্ল্ড বা আলিএক্সপ্রেসের মতো ২৭৫টি অ্যাপ নিষিদ্ধ করতে চলেছে ভারত। তৃতীয় দফায় যে ২৭৫টি চিনা অ্যাপের তালিকা তৈরি হয়েছে, যা কেন্দ্রের নজরে রয়েছে বেশ কয়েকদিন ধরেই।

কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে, ভারতের নিরাপত্তা ও তথ্য সুরক্ষার ক্ষেত্রে এই অ্যাপগুলি ঝুঁকির কারণ হতে পারে। তাই এই অ্যাপগুলি ব্যান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই টিকটক ও উইচ্যাটের মতো অ্যাপ ভারতে নিষিদ্ধ করে কেন্দ্রীয় সরকার চিনকে কড়া জবাব দিয়েছে।

দুষ্ট চিনকে আর্থিক ভাবে ধরাশয়ী করতে আরও কড়া নজরদারি চালানো হচ্ছে চিনা অ্যাপগুলির ওপর। মোবাইল গেম সেনসেশন পাবজির সংস্থা টেনসেন্ট, আলিবাবা গ্রুপের শপিং পোর্টাল আলিএক্সপ্রেস বা শাওমির জিলি রয়েছে নিষিদ্ধ হতে চলা অ্যাপের তালিকায়। এই তালিকায় শাওমির ১৪টি অ্যাপ রয়েছে। রয়েছে কাপকাট বা ফেসইউয়ের অ্যাপও।

নিষিদ্ধ হতে চলা অ্যাপের তালিকায় রয়েছে মেইটু, এলবিই টেক, পারফেক্ট কর্প, নেটাসে গেমস, ইয়ুজু গ্লোবাল মতো সব জনপ্রিয় অ্যাপ। ভারত সরকার তৃতীয় দফায় আরও ২৭৫টি অ্যাপ নিষিদ্ধ করলে চিনা অর্থনীতি নতুন করে বিরাট ধাক্কা খাবে বলে মনে করা হচ্ছে।