Thursday, December 18, 2025
Latestদেশ

তামিলনাড়ুতে অবৈধভাবে থাকা ২৪ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে পুশব্যাক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তামিলনাড়ুর বিভিন্ন জেলায় অবৈধভাবে বসবাসের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ২৪ জনকে। ধৃত বাংলাদেশি নাগরিকদের মঙ্গলবার সালেমের আত্তুর বিশেষ শিবির থেকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ভুয়ো নথি ব্যবহার করে ভারতে অবৈধভাবে বসবাস করেছিলেন তারা এবং রাজ্যের একাধিক এলাকায় কাজ করছিলেন।

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে চেন্নাই, তিরুপুর ও সালেম জেলা থেকে মোট ৭২ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করে পুলিশ। পরে তাদের সালেম জেলার আত্তুর বিশেষ শিবিরে রাখা হয়।

 

কারাদণ্ডের মেয়াদ সম্পূর্ণ হওয়ার পর বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে সমন্বয় করে তাদের দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়। প্রথম দফায় ২৪ জনকে ফেরত পাঠানো হয়েছে। এই দলে রয়েছেন ১২ জন পুরুষ, ৭ জন মহিলা এবং ৫ জন শিশু।

মঙ্গলবার সালেম রেলওয়ে জংশন থেকে কড়া পুলিশি নিরাপত্তায় এরনাকুলাম–হাওড়া অন্ত্যোদয় এক্সপ্রেসের একটি বিশেষ কোচে তাদের পশ্চিমবঙ্গে পাঠানো হয়। ট্রেনটি বুধবার দুপুর ২টায় হাওড়া স্টেশনে পৌঁছায়। সেখানে পৌঁছনোর পর বাংলাদেশ হাই কমিশনের প্রতিনিধিদের হাতে তাদের তুলে দেওয়া হয় এবং সেখান থেকেই বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হয়।

পুলিশ জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ ও জাল নথির ব্যবহার রুখতে ভবিষ্যতেও এই ধরনের অভিযান ও পুশব্যাক প্রক্রিয়া জারি থাকবে। দ্য হিন্দু