Wednesday, December 17, 2025
Latestদেশ

অসমে CAA-এর আওতায় ভারতীয় নাগরিকত্ব পেলেন ২ বাংলাদেশি হিন্দু

কলকাতা ট্রিবিউন ডেস্ক: নাগরিকত্ব সংশোধনী আইনের (CAA) আওতায় অসমের এক মহিলা-সহ ২ জনকে ভারতীয় নাগরিকত্ব প্রদান করেছে কেন্দ্র। এর ফলে অসমে CAA-এর অধীনে নাগরিকত্বপ্রাপ্ত মানুষের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪। এই প্রথম অসমে কোনও মহিলা CAA-এর মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব পেলেন।

শিলচরের ফরেনার্স ট্রাইব্যুনালের সদস্য ও সিনিয়র আইনজীবী ধর্মানন্দ দেব জানান, শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ওই ২ ব্যক্তির নাগরিকত্বের শংসাপত্র জারি করেছে। শংসাপত্র অনুযায়ী, ভারতে প্রবেশের দিন থেকেই তাঁদের ভারতীয় নাগরিকত্ব কার্যকর বলে গণ্য হবে। সম্ভাব্য সামাজিক হয়রানির আশঙ্কায় নাগরিকত্বপ্রাপ্তদের পরিচয় গোপন রাখা হয়েছে।

নাগরিকত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ৪০ বছর বয়সী এক মহিলা, যিনি ২০০৭ সালে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন। বর্তমানে তিনি শ্রীভূমি এলাকায় বসবাস করছিলেন। পাশাপাশি রয়েছেন ৬১ বছর বয়সী এক ব্যক্তি, যিনি ১৯৭৫ সালে ভারতে আসেন এবং দীর্ঘদিন ধরে কাছাড় জেলায় বসবাস করতেন।

আইনজীবী ধর্মানন্দ দেব জানান, ওই মহিলা বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা। পরিবারের এক সদস্যের চিকিৎসার জন্য তিনি শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে এসেছিলেন। সেখানেই শ্রীভূমির এক ব্যক্তির সঙ্গে তাঁর পরিচয় হয়। পরবর্তীতে তাঁদের বিয়ে হয় এবং তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই তিনি স্থায়ীভাবে শ্রীভূমিতে বসবাস শুরু করেন। ২০২৪ সালে CAA-র নিয়মাবলি কার্যকর হওয়ার পর তিনি ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করেন।

অন্যদিকে, দ্বিতীয় ব্যক্তি বাংলাদেশের মৌলভীবাজার জেলার বাসিন্দা। মাত্র ১১ বছর বয়সে তিনি ভারতে প্রবেশ করেন এবং শিলচর শহরে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। স্থানীয়ভাবে বিয়ে করে এখানেই সংসার পাতেন। ন্যাচারালাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে তিনি ভারতীয় নাগরিকত্ব লাভ করেন।

বর্তমানে অসমের মোট ৪ জনকে নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় তাঁদের ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হয়েছে।