Tuesday, January 27, 2026
দেশ

৩০৭টি এটিএজিএস হাউইটজার কিনতে চলেছে ভারতীয় সেনাবাহিনী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আরও শক্তি বাড়তে চলেছে ভারতীয় সেনাবাহিনীর। এবার ভারতীয় সেনাবাহিনী ৩০৭ টি অ্যাডভান্সড টোড আর্টিলারি গান সিস্টেম (এটিএজিএস) হাউইটজার অর্ডার দিতে চলেছে। এগুলি ভারতের দুটি বেসরকারি সংস্থা তৈরি করবে।

এক্ষেত্রে বরাদ্দ ধরা হয়েছে ৮,০০০ কোটি টাকা। শীঘ্রই এই প্রস্তাব পাস হয়ে যাবে বলে আশা করা হচ্ছে।

এই ৩০৭টি অ্যাডভান্সড টোড আর্টিলারি গান সিস্টেম আর্টিলারি সক্ষমতা বাড়াতে পাকিস্তান ও চিন সীমান্তে মোতায়েন করা হবে।

পাকিস্তানি সীমান্তে সন্ত্রাসীদের অনুপ্রবেশ ও পূর্ব লাদাখে চিনের সঙ্গে বিবাদ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে এই আর্টিলারি কামানগুলি।